আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেটের এই মৌসুমে একগুচ্ছ ক্রিকেট রঙ্গ

বিশেষ তেমন কিছুই আমার নেই। সাধারন একটা মানুষ আমি।

 এক ব্যাটসম্যানকে কোনো বোলারই আউট করতে পারছিল না। অধিনায়ক বল তুলে দিল এক তরুণ বোলারের হাতে— বোলার: চিন্তা কোরো না। আমি এই ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়, জানি।

তরুণ বোলারের প্রথম তিন বলেই ছক্কা হাঁকাল ব্যাটসম্যান। অধিনায়ক: হুম্ম! ওর যে ‘ছক্কা’র প্রতি দুর্বলতা আছে, তুমি তাহলে আগেই জানতে!  ক্রিকেটারের ছেলে বলছে, ‘মা! মা! দেখে যাও! বাবা একের পর এক ছক্কা হাঁকাচ্ছে!’ ক্রিকেটারের স্ত্রী বলল, ‘গিয়ে ভালো করে দেখ্ গাধা! ওটা নিশ্চয় কোনো টিভির বিজ্ঞাপন!’  ব্যাটসম্যানের স্ত্রী ফোনে কথা বলছে দলের ম্যানেজারের সঙ্গে, ‘আমার স্বামীকে একটু দিন তো। ’ ম্যানেজার: ‘উনি তো মাত্রই ব্যাট করতে মাঠে নামলেন। আপনি বরং পরে ফোন করুন। ’ ব্যাটসম্যানের স্ত্রী: ‘সমস্যা নেই, আমি অপেক্ষা করছি।

আমি জানি, ও এখনই ফিরবে!’  প্রবীণ ক্রিকেটার বলছে এক নবীন ক্রিকেটারকে, ‘জানো, আমি যখন খেলতাম, তখন প্রতি ম্যাচেই স্কোরবোর্ডে আমার নামের পাশে ১০০ কিংবা তারও বেশি রান থাকত। ’ নবীন ক্রিকেটার: জানি। এবং এ-ও জানি, আপনি ছিলেন একজন বোলার!  বোলারের একের পর এক আবেদন নাকচ করে দেওয়ার পর বোলার বলছে আম্পায়ারকে, ‘তুমি আমার জায়গায় থাকলে বুঝতে, কেমন লাগে। ’ আম্পায়ার: আমি তোমার জায়গায় থাকলে তো বোলিংই করতে পারতাম না! বোলার: কেন? আম্পায়ার: আমার হাতে ব্যথা। দুই দিন ধরে হাত ওপরে তুলতে পারছি না!  আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিল ব্যাটসম্যান।

ক্ষুব্ধ দর্শক চিৎকার করে তাকে গালিগালাজ করছিল। ব্যাটসম্যান দর্শকদের দিকে তাকিয়ে বলল, ‘ঠিক বলেছ, তোমাদের মতো আমিও ওই আম্পায়ার ব্যাটাকে দু চোখে দেখতে পারি না!’  ছক্কা মেরে ব্যাটসম্যান বলছে বোলারকে, ‘বাউন্ডারির বাইরে অনেক কচি ঘাস আছে। যাও, গিয়ে চরে খাও!’ ‘বাহ্! তুমি তোমার ভাগেরটা খেয়ে শেষ করেছ দেখছি!’ পিচের দিকে ইঙ্গিত করে বলল বোলার।  স্লিপে দাঁড়ানো ফিল্ডার একই বোলারের বলে বেশ কিছু ক্যাচ মিস করল। ম্যাচ শেষে সে বোলারকে বলছে, ‘যাই।

আমাকে আবার ট্রেন ধরতে হবে। ’ বোলার: আমার ধারণা, তুমি ওটাও মিস করবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.