আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান-এর বিদেশী বন্ধু



জনাব মোজাম্মেল হক গ্রামীন ব্যাংক এর নতুন চেয়ারম্যান | ভদ্রলোক কে আমি চিনি না | তবে পত্রিকা-এ পরেছি উনি আগে গ্রামীন এ কাজ করতেন, ১২ বছর আগে (বহু বছর কাজ করেছিলেন) | তারপর নিজের একটা NGO শুরু করেছেন | বর্তমান সংকট শুরু হবার পরে উনি প্রথম বাংলাদেশ ব্যাংক এর সেই ঐতিহাসিক চিঠি টা পরে শোনান | উনার হাতে শুরু হয় ইউনুস এর চাকরি থেকে বের করে দেবার প্রক্রিয়া | সাংবাদিকদের দেয়া বক্তব্যে জনাব মোজাম্মেল হক স্পষ্ট বলেছেন ইউনুস কে বের হয়ে যেতে হবে | New York Time এ দেয়া এক সাক্ষাতকারে উনি আরো বলেছেন যে ইউনুস এর দিল খুব ছোট, উনি অন্য কাউকে "ক্রেডিট" দেন না | সেই বক্তব্য নিয়ে বেশ হৈ চৈ ও হয়েছে | উনাকে আমি চিনি না কিন্তু উনার একটা ইমেল আমাকে এগিয়ে দেয়া হয়েছে | ইমেল তা মূলত তিনি অনেককে পাঠিয়েছিলেন | গ্রাহকদের মধ্যে কিছু সংবাদপত্র আছে | তাদের অফিস মারফত ইমেল টা গেছে ফেসবুক এ | আর সেখান থেকে আমার কাছে | চিঠি টা এমন কিছু না | শুধু মাত্র নায়ীমুল ইসলাম খান এর ইউনুস এর বিরুদ্ধে লেখার একটা লিঙ্ক | কিন্তু সেই লেখা গ্রামীন ব্যাংক এর নতুন চেয়ারম্যান কেন সবাইকে পাঠাচ্ছেন? উনার নিরপেক্ষতা কোথায়? গ্রামীন ব্যাংক এর নতুন চেয়ারম্যান bcc ফিল্ড না ব্যবহার করে cc ফিল্ড করেছেন | যার ফলে উনি কাদেরকে এই লেখাটা পাঠিয়েছেন সেটা এক নজরে দেখা যায় | আমি অবাক হলাম দেখে যে এখানে বহু বিদেশী এবং বিদেশী সংস্থা আছে | তাহলে কি শুধু ড: ইউনুস বিদেশে লবি করেন? নিচে ইমেল যারা পেয়েছেন তার একটা আংশিক তালিকা দিলাম | ---------- Forwarded message ---------- From: Muzammel Huq Date: Wed, Mar 9, 2011 at 12:50 AM Subject: For information To: A.M. Schwencke (planet.nl), quisumbing (cgiar.org), A.van.Leeuwen (fmo.nl), abul.quasem (bangladeshbank.org), Ad.Spijkers (fao.org), afs (mofa.gov.bd), alan higginson, alejandro.litovsky (gn.apc.org), alejandro (volans.com), Alep Cherp (mespom.eu), ambassaden.dhaka (foreign.ministry.se), Amory B. Lovins (rmi.org), anders wijkman (tallbergfoundation.org), anders (wijkman.nu), Anderson Elaine (REDCAR AND CLEVELAND PCT: nhs.net), andrea (carebangladesh), Andreas Kittelsen (prio.no), Andrew Ellis, Andrew Jones (sustainer.org), Ann-Katrin Croon (stratresearch.se), arbhuiyan (trustbanklimited), arturo.perez (maec.es), as (fokuskvinner.no), Asbjorn Lovbraek (norad), asbjorn.eide (nchr.uio.no), at.rahman (ifad.org), ateshin.rucksur (ipdcbd), Audrey Selian (riantacapital.com), banuri (UN), Barbara Harrad (cdcgroup.com), CEO (Pran Group), Bedes (ADB), Bente Angell-Hansen (mfa.no), Berthe (commgres.com), Birgit Brock-utne (ped.uio.no), Bjorn Blomberg (Swedfund.se), Bo Ekman (Tallberg Advisors), BTC Dhaka, C Martin (DFID), Carl Mossfeldt (Tallberg Advisors), Carlos Alvarez (OECD), Cat.Tully (fco.gov.uk), Chairman (krishibank.org.bd), Charlotte.Glasser (hhs.se), Club of Rome Global Assembly 2009, Danag Yonchak (fsg-impact.org), Davis (iiasa.ac.at), Delsen (snvworld.org), Dirse (Hivos.nl), Dr Dipu Moni, Dorit Schlobach (imsa.nl), Dr. Atiur Rahman (Bangladesh Bank), Elisabet Helsing, Dhaka Embassy (mfa.no), HM Ershad, evprb (One Bank), Farashuddin (ewubd.edu), Fiona Rotberg (Eurasia.uu.se), Fjiwa (CARE), Francois Bonnici (Schwab Foundation), Frank Stevens (tbli.org), Gbar (ADB), Gemma Boetekees (icco.nl), Gerd Holmboe (medisin.uio.no), G Nebieridze (tbcbank.com.ge), Green Challenge, Guillaumont (Ferdi.fr), Hanna Hallin (lsu.se), HC (hcidhaka.org), Helge Hveem (stv.uio.no), Henriques (ILO), H Manzano (ADB), Leva Morica (sfl.lv), I Hernanez (stratega.com.ec), Ilse Valks (commgres.com), IDE-uk.org, Club Of Rome, Gates Foundation, Tallbergforum.org, Inger Skjelsbaek, James E. Hansen (NASA), J Carvajal (cafiesa.com), Khurshedul Islam (gtz.dc), Kim Nackenhorst (imsa.nl), K Matin (World Bank), Kristin Echber (ngs.org), Kristin Grote (Gates Foundation), KSG Exec Ed (Harvard), K Van Wolferen, l Vocks (European Solutions), Laina (getit.org), Lennart Grebelius (satila.com), l Thunell (IFC), Luc Dewever (iucn.org), Maja Goepel (Worldfuturecouncil.org), Martin Frick (ghf-ge.org), Martin Kihlstrom (postkodstiftelsen.sc), Martini (UN), Mat.Yamage (FAO), Mozammel Babu, Munankami (snvworld.org), Nayan Chanda (Yale), N Cotton (creditasiacapital.com), Ngozi (afromedianet.com), Niclas Ihren (globeforum.com), Kjartan Stigen(Norfund), President (asa.org.bd), Q K Ahmad (pksf-bd.org), Ramiro Fernandez (avina.net), Robert Lang (fabriquecosmetique.com), Robert Rubinstein (tbli.org), Robin Ganzert (pewtrusts.org), Rouf Chawdhury (Marc-group.com), Rubaba Dowla (NXO Asia Pacific nxo.net), S Namani (Makhzoumi Foundation), Simon White (saideas.com), S Marks (hsph.harvard.edu), smehc (dhakachamber.com), State Minister (mosict.gov.bd), Stefan Priesner (UNDP), Stewart (ILO), Sverre Lodgaard (nupi.no), Teresa Grøtan (grotan.org), Vera Narodnitzkaia (Club of Rome), Wijkman Anders (European Parliament), Xouyang (IFC) From Chairman Grameen Bank Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.