বুধবার গভীর রাতে উপজেলার টাঙ্গাবর এলাকায় পিটুনিতে নিহত রাজু একটি ডাকাত দলের সর্দার বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি কামাল হোসেন জানান, রাজুর নেতৃত্বে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলাকাবাসীকে লক্ষ করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে পিটুনিতে রাজু ঘটনাস্থলে মারা যায়।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।
রাজুর বিরুদ্ধে পাগলা থানায় কয়েকটি ডাকাতির মামলা রয়েছে বলে জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।