পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী শরাফ উদ্দিন ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল হোসেন জানান, শহরের শিকদারবাড়ি এলাকার একটি চারতলা ভবন মঙ্গলবার রাতে পাশের একটি ভবনের উপর হেলে পড়ে।
হেলে পড়া ভবনটি ঝুকিপূর্ণ বিবেচনা করে বাসিন্দাদের মালামালসহ রাতের মধ্যেই ভবন ত্যাগের নির্দেশ দেয়া হয়। এরপর রাত ১২টার দিকে ভবনটিতে তালা ঝুলিয়ে দেয়া হয়।
এলাকাবাসী জানায়, সৌদি আরবপ্রবাসী শিকান্দার আলী কয়েক বছর আগে ভবনটি বানান।
খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে যান পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।