আমাদের কথা খুঁজে নিন

   

ময়মনসিংহে বোমা বিস্ফোরণ

ইমন পাল এর বাংলা ব্লগ প্রতিদিনই যাই । আজকেও সন্ধ্যা থেকে ছিলাম ময়মনসিংহের সমাবেশে । সবকিছুই ঠিক ছিল । প্রায় ৮.১৫ টার দিকে দুম্ একটা শব্দ হইলো । প্রথমে ভাবলাম হয়তো টায়ার ফাটছে।

তারপর আরেকটা । তখনি দেখি মানুষ দৌড় দিতাছে । আমি ও প্রথমেভাবলাম দৌড় দিব । কিন্তু একজন বড়ভাইরে দেখলাম যেদিকে ককটেল ফাটছে সেইদিকে দৌড় দিছে। হয়তো বোকা ছিল সে ।

সাথেসাথে আমি ও বোকামিটা করে দৌড় তার পিছনে । সামনে একটা নিভানো মশাল ছিল সেইটা নিয়া নেই। সাথে আরোও অনেকে দৌড় দিল আমাদের সাথে । ওই শুওরের বাচ্চারা রেখা বস্ত্রালয়ের সামনে একটা ককটেল মারছে । তারপর আরো কিছু মারতে মারতে রেললাইন পাড় হইয়া নাটকঘরলেন দিকে গেছে ।

এমন কি ঐখানেও মারছে । যাতে কেউ তাদের ধরতে না পারে । যাবার সময় গুলিও করছে । শুওরের বাচ্চাগো গুলিতে একজন আহত হইছে । দুঃখের কথা হইলো "ওইগুলারে রেললাইন পর্যন্ত দৌড়াইয়াও ধরতে পারলাম না ।

"আর আনন্দের কথা """ সমাবেশ চলছে এবং চলবে . . . . """বিঃদ্রঃ বোকারাই দেশ স্বাধীন করে । আর চতুরেরা রাজাকার হয় ( অতি চালাকের গলায় দড়ি . . .. ) । Devjoti Nag at- সমাবেশ থেকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.