আমাদের কথা খুঁজে নিন

   

সাঁওতাল কিশোরী সিরাপিনার আত্মহনন- দোষীদের গ্রেপ্তারে সান্তাল স্টুডেন্ট ইউনিয়নের আল্টিমেটাম

নদী পার হই কাগজের খেয়ায়

সাঁওতাল কিশোরী সিরাপিনা মার্ডিকে ধর্ষণ ও তার আত্মহননের জন্য দায়ি ব্যক্তিদের সাতদিনের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে সান্তাল স্টুডেন্ট ইউনিয়ন। গতকাল শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। অন্যথায় আরো কর্মসূচি দেয়া হবে বলেও হুশিয়ারী উচ্চারণ করেন ইউনিয়নের নেতৃবৃন্দ। বেলা ৩ টায় সন্তাল স্টুডেন্ট ইউনিয়নের কেন্দ্রীয়, রাজশাহী জেলা ও কাকনহাট পৌর শাখা যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি অনুজ সরেন, সহ সভাপতি রিপন হাসদা, রাজশাহী মহানগর শাখার সভাপতি যোসেফ হাসদা, সহ-সভাপতি ভবেশ হাসদা, কাননহাট শাখার সহ-সভাপতি কর্নেলিয়াস হাসদা, স্থানীয় আদিবাসী নেতা নরেন মারান্ডি প্রমুখ।

বক্তারা বলেন, শিরাপিনার আত্মহত্যার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছেনা। আগামী ৭দিনের মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করা না হলে ঢাকায় আরো বৃহৎ কর্মসূচির ঘোষণা দেয়া হবে। তারা বলেন, ধর্ষণ মামলা স্থানীয়ভাবে আপোস মীমাংসার অযোগ্য অপরাধ হলেও সিরাপিনা ধর্ষণ ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছিল। এই মীমাংসা প্রক্রিয়াকে প্রভাবিত করেছে স্থানীয় চার্চ। তারা সাঁওতাল আদিবাসীদের পুরনো ও ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থা অুন্ন রাখার আহ্বান জানান গোটা সাঁওতাল সমাজের প্রতি।

প্রসঙ্গত গত বছরের ৪ এপ্রিল স্টার সানডের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন সিরাপিনা মার্ডি। তাকে একই গ্রামের ৯ আদিবাসী যুবক কার্লুস মার্ডি, নির্মল মুরমু, জুলিয়ান মার্ডি, জুয়েল মার্ডি, সিমন হেমরম, সাইমন মুরমু, পরিমল সরেন, ইলিয়াস মুরমু ও রঞ্জন মার্ডি ধর্ষণ করে। ৮ এপ্রিল মেয়ের বাবা রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামীরা সাজানো আপোস মীমাংসার কাগজপত্র আদালতে দাখিল করে মামলা থেকে খালস পান। খালাস পেয়ে গ্রামে এসে ঘোরাঘুরি শুরু করলে ক্ষেভে দুঃখে সেরাপিনা মার্ডি গত ২০ ফেব্রুয়ারি আত্মহত্যা করেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।