ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
১.কখনোই শৈশবে ফিরতে চাই না। । শৈশবের দিনগুলোতে শৈশব অসহ্য লাগতো । । মনে হতো কবে বড় হব ।
। এখন যৌবনে এসে দেখছি, সেই অস্থিরতাও আজ যৌবনপ্রাপ্ত । শকুন চেয়ে আছে । । বলছে বুড়ো হ , বুড়ো হ ।
। তোর হাড় মাংস ঠুকরে খাবো । ।
শকুন, আমি মরবো নারে । ।
কক্ষণো মরব না। ।
২. প্রতিদিন কাজ শেষে, স্বপ্ন নামক আবর্জনাগুলো একটা ঠোংগায় জমা করি । । ময়লাওয়ালা এসে, ঠোঙাগুলো নিয়ে যায়।
। কিছু ঠোঙা হীরক রাজার দেশে বেড়াতে যায় । । বধ্যভূমিতে বসন্ত ডেকে আনে । ।
৩. তুই আমার অশান্ত সময়ের অস্থির শান্তি । । তুই আমার শান্ত সময়ের নদীতে অসহ্য কাংক্ষিত অশান্তি । । পালানোর চেষ্টা করিনি, তাহলে জড়িয়ে যাবো।
। জড়িয়ে যাবার চেষ্টা করেছি তোর সাথে । । সহজে পালাতে চাই বলে । ।
৪. তোর বুকে মাথা রেখে, আমি শয়তানের হাসি শুনি সদা অস্থির হৃদপিন্ডে । । প্রবাহিত লোহিতের বধ্যভূমিতে শুয়ে, শয়তানটার সাথে আমিও হাসি । ।
৫. গোটা নগরীতে আজ উতসব।
ইশ্বর বেড়াতে আসবেন । । কঠোর নিরপত্তার মধ্যে ইশ্বর অবতরণ করলেন। ইশ্বরকে নিরাপত্তাদানের প্রতিবাদে, শহরের এক কোণায় কোনো এক দূষিত নদীর পারে বুলেটচুক্তির মানুষগুলো প্রচন্ড অভিমানে আত্নাহুতি দিলো । ।
ইশ্বর এবারো মাইনফিল্ডে এসে তাদের নিরাপত্তা দিলেন না । ।
৬. মানবতার অন্ধকুপে, হিরোশিমা-নাগাসাকির ধ্বংসস্তুপে ,
প্রতিমাইক্রোসেকেন্ডে রচি আমার বিকলাঙ্গ বাড়ি। ।
প্রতিশোধে পেরেক বিদ্ধ ,
নিউক্লিয়ার উইপন আমার হাতে, তাই ঘাসফড়িংয়ের সাথে আড়ি ।
।
৭. ক্রুশ বিধেছি মন মননে, প্রভু মুখ তুলে চায় নি ... অভিমানী তাই ইস্পাত মন , হতাশায় হার মানে নি । ।
৮. সভ্যতা আজ ঘুমের বড়ি খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। আমারমতো গুটিকতক অসভ্য মানুষ আজ হ্যালুসিনেশনের খপ্পড়ে পড়ে অমাবশ্যা উদযাপন করছে ।
। খোলা মাঠের উপর রক্তপিশাচ গুলো প্ল্যানচ্যাটে ইশ্বরকে ডেকে এনেছে। । পিশাচদের উপর ইশ্বর ভর করেছে ৬ ঘন্টার রাত্রির জন্য। ।
ভোরবেলায় তারা দোপেয়ে ছদ্মবেশি মানুষ হয়ে যাবে, আর ইশ্বর অস্তিত্বহীন থাকবে বাকি ১৮ ঘন্টা । । রাত না হলে আজকাল আর ইশ্বরের দরকার পড়ছে না । ।
৯. নদীরপাড়ে ছুটটে গেলাম পালতোলা নৌকা দেখব, মাঝিদার সাথে বৈঠা ধরব।
কিমবা গুণ টানবো হেইয়ো হেইয়ো বলে । । গিয়ে দেখলাম স্টীমার, গানবোট, বানিজ্যিক জাহাজ আর সাবমেরিনে বোঝাই হয়ে গেছে সব । । ।
কে বুঝবে, আমি টাইটানিক খুজছি না । । আমি একটা ছই ওয়ালা নৌকা খুজছি । । আমি প্রচন্ড স্রোতের উপর দুর্বার গতিতে ছুটে চলা একটা বাশের ভেলাকে অনুসরণ করে যাচ্ছি।
। এডওয়ার্ড স্মিথ নয়, সিন্দাবাদ কে অন্তরে ধারণ করছি । ।
১০. যুদ্ধক্ষেত্রে রাইফেল নিয়ে স্ক্রল করার সময় এক মুহুর্তের জন্য মনে পড়েছিল খুব প্রিয় একটা মুখ। ।
প্রচণ্ড গোলাগুলিতে মনোযোগ দিয়েছি আবার । । শত্রুবধের আগুনে তখন আধপেটা শরীর জ্বলজ্বল করছে । । শ্বাপদের মতো আক্রমণে বিদ্ধস্ত করছিলাম শত্রুকে ।
।
বাংকার থেকে বেরুনোর সময়, বুকে দুটো গুলি লেগেছিল । । পর পর । ।
কাউকে আদর করে বুকে জড়িয়ে নেবার স্মৃতি আর কোনোদিন মৃত মস্তিষ্কে ঠাই পাবে না । ।
[আগের পোস্ট]
১. আত্নমগ্ন শয়তানের মুকাভিনয়
২. আমার দুপুর বেলার অন্ধকার
৩. দাড়কাকগ্রস্থ খেয়াল
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।