দুইটা কৌতুক দিলাম ভাই। কমন পড়লে মাপ কইরা দিয়েন। কৌতুক ১-এক লোক খুব আড্ডাবাজ,যেখানে সেখানে আড্ডায় মজে যায়। যেহেতু সে ভালো গল্পবাজ ফলে তার আড্ডাও উপভোগ্য। তার একটা সমস্যা হলো তার গল্পের মাঝখানে কেউ কথা বললে সে গল্পের খেই হারিয়ে ফেলে।
সাথে সাথে তার আর মনে থাকেনা সে কি বলতে ছিল,আড্ডার কেউ একজন তখন আবার গল্পের লেজ তাকে ধরিয়ে দেয়। তো আড্ডা চলছিলো,বুঝলি আমার তো তখন খুব খারাপ অবস্থা,গহীন সুন্দরবনে একা,সাথে শুধু একটা দোনালা বন্দুক। ঝোপের সামনে দিয়া এক বাঘ,ঝোপের পিছন দিয়া আরেক বাঘ আমারে আক্রমন করলো। আড্ডার একজন জিগাইলো,কন কি কুদ্দুস ভাই,ছিচুয়েশন ডেঞ্জারাস আপনি কি করলেন। কি আর করুম,পরথমে পিছনের তারে গুলি কইরা মারলাম,এরপর সেটার দুই রান আমার দুই কাধে লইলাম।
কারন চামড়াটা দামি বনের ভিতর ফালাইয়া যায়তে মন চায়না। এরপর সামনের টারে গুলি করুম…….। এই সময় তার বউ তাকে আড্ডারত দেখতে পেয়ে উচ্চকন্ঠে বললো,বাজার সদাই না কইরা আড্ডা মারবার লাগছো,আইজ ঘরে আইয়ো ঝাটার বাড়ি একটাও মাটিত পরতো না। গল্পে বাধা পেয়ে কুদ্দুসের মন খারাপ। একজন বললো,আরে বাদ দাও কুদ্দুস ভাই,তারপর কি হইলো কও?কুদ্দুস বলে, কি জানি কইছিলাম?একজন বলে,ঐ তো তোমার দুই কাধে দুই রান,তারপর কি করছিলা?কুদ্দুস বলে,আরে কি করছিলাম মানে,আমি কি হিজড়া নাকি,শুরু করলাম ঠেলা।
কৌতুক ২-কুদ্দুস কয়,জানস,একবার না বনে বাঘ আমারে ৮মাইল দৌড়াইয়াও ধরবার পারে নাই। কেমনে কুদ্দুস ভাই?আরে বুঝস না বাঘ পিছে লাগছে দেইখ্যা আমিও ল্যাদাইতে ল্যাদাইতে দৌড় পারছিলাম। তো বাঘ আমার ল্যাদায় পিছলা খাইতে খাইতে আর আমারে ধরতে পারে নাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।