সংক্রমন
কারণে ও অকারণে
নিকট-দূরের শুভানুধ্যায়ীগণ
করেছিল শুধু উপর্যূপরি উপদেশ বর্ষণ।
অথচ তীব্র শিলাবৃষ্টির দিনে
একটি খন্ড বরফ কণাও করতলে রাখবার
পাইন প্রয়াস আমি।
দিকে দিকে কত প্রলোভন, প্ররোচনা
চকচকে সব পণেন্যর সমাহার,
অভূতপূর্ব প্রপাগান্ডার ঢেউ,
প্রতিনিয়তই লেনদেন, বিকিকিনি।
চাঁদের কলঙ্কিত শরীরের দিকে
তাকিয়ে রয়েছে এক বিতৃঞ্চ বারবিলাসিনী, একা।
বিশ্বায়নের বিস্ময়ে বিস্ময়ে
নিত্য নতুন প্রযুক্তি-উচ্ছ্বাসে
আবার পণ্য, বর্ষক্রান্তি আসে
ক্লান্তি ও কেদসহ।
একুরিয়ামের দেয়াল ভেঙ্গে বের হয়ে এলো মাছ
ডোরাকাটা, নীল, হলুদ, লালাভ রঙিন রঙিন মাছ;
মাছগুলো তুমি বহতা নদীতে ছেড়ে দিয়ে ফিরে ভাবো-
যতটা তোমাকে গ্রাহ্য করেছি ততটাই তুমি হয়েছো সংক্রমিত।
ঈর্ষা
অধরামৃত পান ক'রে কারা মৃত?
সাপের ফণায় সম্মোহিত কারা, বিশ্বাসে স্থির?
প্রণতি হে মহামতি, অপার শুদ্ধতা এখনও কি খোঁজ কর?
অথচ অনেক মানুষ দেখ-ভেঙে ফেলে শৃঙ্খলা, বিধি
দ্রোহে-বিদ্রোহে অবশেষে বহ্নির মতো
বন, নীড় পোড়ে দাবানলে।
শহরের অলি-গলি-পথে ধূসর মানুষ ধোঁয়াশায় ঘুরে দিশেহারা
সৃষ্টির বিবিধ কারণ আলোচনা করে তিনটি আঁতেল
সৃষ্টির উদ্দীপনায় ফের ঘরে ফেরা।
ভেঙ্গে পড়া টোটেম, বিহার, মিনারের অবশেষ
থেকেও ভাবনা আসে-পাথরের এতো অপচয়।
এত দামী টাইলস্!
আকাশের নীলে ভাসে সাদা স্তর, মেঘ, নতুন মিনার।
ছায়াপথ জুড়ে প্লাবিত হাসির স্রোত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।