যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি...
ভাবছিলাম সাকিবকে কিছু বলবো না। কিন্তু ব্লগেরও অনলাইন পত্রিকার কথা গুলো পড়ার পর সত্যই মেজাজ খারাপ হইছে। সাকিব যদি অমন হয়ে থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত। বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে না। যে চার দল উঠবে তারা হচ্ছে ওয়েস্ট, সাউথ, ইন্ড, ইং...
আমার এটাও মনে হচ্ছে সাকিব ওয়েস্টের বিপক্ষে টাকা খেয়ে থাকতে পারে, যার দরুন ঐদিনের প্রথম আলো পত্রিকা মানে শুক্রবার পত্রিকায় সকালে সাকিবের এক সাক্ষাতকার দেয়া হয়েছিল।
ওখানে সাকিব বলেছে কোয়ার্টার ফাইনালে উঠার জন্য এই ম্যাচ জিততেই হবে এমন কোনো কথা নেই...আর খেলাটাকে খুবই হালকা ভাবে নিয়েছিল। আপনারা সাক্ষাতকারটি পড়ে দেখতে পারেন। ওয়েস্ট এর সাথে হারার আগে হারকে সন্দেহ লাগছে এখন...
সাকিব তুমি যতই লাফাও আমাদেরকে আর কোয়ার্টার ফাইনালে উঠাইতে পারলা না। ওয়েস্টকে টপ কাইতে হলে বাংলাদেশকে +৪.৭ পয়েন্ট এর বেশি পেতে হবে। কারন বাংলাদেশ ও ওয়েস্টের মাঝের ব্যবধান অনেকটা এর কাছাকাছি...আর ওয়েস্ট আরেকটি ম্যাচ জিতলে তো সাকিব আকাশে হাআআ করে তাকায় থাকবে।
আমার তো মনে হয় নেদারল্যান্ডের সাথেও হারবে...
যাই হোক না কেন রেজাল্ট, আমি বাংলাদেশকে সাপোর্ট করবো। বাংলাদেশ হারুক বা জিতুক। তবে যদি হারে (নেদারল্যান্ডের বিপক্ষে), তাহলে সাকিবকে আর কখনও সাপোর্ট করবো না।
গুড লাক বাংলাদেশ ক্রিকেট টীম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।