নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হারে সেরি আ চ্যাম্পিয়নরা।
ইতালির সবচেয়ে সফল দলটিকে হতাশায় মোড়ানোর মূল কৃতিত্ব এভারটনের মার্কিন গোলরক্ষক টিম হাওয়ার্ড। প্রতিপক্ষের দু'টি পেনাল্টি শট ঠেকিয়ে দেন তিনি।
অন্যদিকে জুভেন্টাসের তারকা মিডফিল্ডার আন্দ্রে পিরলো পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন।
বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) সান ফ্রান্সিসকোর এটিঅ্যান্ডটি পার্কে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের ৬০ মিনিটে বেলজিয়াম মিডফিল্ডার কেভিন মিরালাসের গোলে এগিয়ে যায় ইংল্যান্ডের দলটি। তবে ২০ মিনিট পর ঘানার মিডফিল্ডার কুজো ইসামোহাহ লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে জুভেন্টাস।
আট দলের এই টুর্নামেন্টের শেষ চারে ওঠার লড়াইয়ের শুক্রবার লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ী দলের সঙ্গে খেলবে এভারটন।
ইন্টার মিলান ও চেলসির মধ্যকার শুক্রবারের ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে ভ্যালেন্সিয়াকে হারিয়ে আগেই শেষ চারে উঠা এসি মিলান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।