বৃহস্পতিবার শেখ হাবিবুর রহমানকে (৪৫) মৌলভীবাজার থেকে আটক করা হয় বলে জানান চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।
আটক হাবিবুর রহমান চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।
তাকে ‘ডিবি পুলিশ অপহরণ করেছে’ এমন অভিযোগ করে তার পরিবারের লোকজন গত ১৭ জুন চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে বলেও জানান পুলিশ সুপার।
হাবিবুরের স্ত্রী শাবানা বেগম ওই সময় থানায় অভিযোগ করেন, গত ১৬ জুন সন্ধ্যায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে সদর উপজেলার বাগাদী মাদ্রাসার সামনে থেকে একটি মাইক্রোবাসে করে তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
জামায়াত নেতা হাবিবুর রহমানকে কেউ অপহরণ করেনি জানিয়ে পুলিশ সুপার আমির বলেন, তিনি নিজেই দীর্ঘদিন পলাতক ছিলেন।
জামায়াতের স্থানীয় এই নেতার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।