আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরের শাহরাস্তিতে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী বাড়িতে রাতের খাবার খাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ এস এ মাঈনুদ্দিন এ আদেশ দেন।

জানা যায়, নির্বাচনী বিধি লঙ্ঘন করায় প্রিজাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রটিতে নতুন প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রে ৩৯৩টি বুথের মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়। এতে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩শ ৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭শ ৮৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। প্রশাসন ২৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.