আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে তোলা পাক বাহিনীর যুদ্ধ জাহাজ `লোরাম' নিলামে বেঁচা হচ্ছে !!!

বন্ধুদের নিয়ে বাঁচি
পাক বাহিনী জাহাজটি ব্যবহার করতো অস্ত্র ও খাদ্য পরিবহনের কাজে। ঘটনাটা ছিল এরকম যে,১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলার সময় চাঁদপুরের ডাকাতিয়ায় নৌ-কমান্ডোরা চাঁদপুরের ডাকাতিয়া নদীর লন্ডন ঘাট এলাকায় পাক হানাদার বাহিনীর যুদ্ধ ও খাদ্য জাহাজ `লোরাম' মাইন পেতে ডুবিয়ে ফেলতে সক্ষম হয়। এই অপারেশনটি নো কৌমান্ডোদের উল্লেখযোগ্য কৃতিত্ব হিসেবেও স্বীকৃত। এই অপারেশনে নেতৃত্ব দিয়েছিলেন মমিন উল্লাহ পাটওয়ারী । যিনি বীর প্রতিক খেতাব লাভ করেন।

এই জাহাজটি নদীর গভীর থেকে তোলার চেষ্টা বিআইডব্লিউটি কর্তৃপক্ষের মাধ্যমে সরকার দীর্ঘদিন যাবত করে আসছিল। কাজ নিয়েও এই সুবিশাল জাহাজটি উদ্ধারে কয়েকটি কোম্পানী ইতোপূর্বে ব্যর্থ হয়েছিল । অবশেষে দিন চারেক আগে জাহাজটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়। জাহাজটি ভাসিয়ে তোলার পর মুক্তিযোদ্ধাদের কৃতিত্বের স্বাক্ষরমাখা হানাদার বাহীনির এই জাহাজটি দেখতে অনেক মানুষের ভীড় হয় গতকয়েক দিন। অনেকে শিশুদেরও নিয়ে আসে।

স্থানীয় কয়েকটি সামাজিক সংগঠন কর্মসূচি পালন করে এই দাবীতে যে, জাহাজটি চাঁদপুরেই রাখা হোক। নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সাহসী ও বীরোচিত ঘটনা জানতে আগ্রহী হবে এসব দৃষ্টান্ত নিজ চোখে দেখতে পেয়ে। কিন্তু আজ সকালে লন্ডন ঘাটে আর জাহাজটি দেখা যায়না। জানা যায় মধ্য রাতে কে বা কারা জাহাজটি কার্গোদিয়ে টেনে নিয়ে গেছে কোথাও। অবশেষে খোঁজ মেলে আজ দুপুর নাগাদ।

লোরামকে টেনে আনা হয়েছে নারায়ণগঞ্জে। স্ক্র্যাপ হিসেবে বেঁচার জন্য ডাকে তোলা হবে ! বলেন এবার কি বলবেন!?
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.