বিশ্বকাপ ফুটবলের সময় প্রিয় দলের সমর্থনে মাথা ন্যাড়া করার ঘটনা দেখা গেছে অনেকবার, কিন্তু প্রতিবাদের ভাষা হিসেবে মাথা ন্যাড়া? তেমনটি দেখা যায় নি বললেই চলে। হতাশায় চুল কাটিয়ে মাথা ন্যাড়া করে টাইগারদের লজ্জাজনক হারের অভিনব প্রতিবাদ জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের অভাবনীয় হারের প্রতিবাদে ওইদিন রাতেই মাথা ন্যাড়া করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় তারা। ওই ছয় শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শহিদুল ইসলাম শিমুল, রসায়ন বিভাগের কবির হোসাইন ও মনিরুল ইসলাম, সমাজতত্ত্ব বিভাগের আব্দুল কাদের ও আমিনুল ইসলাম তুহিন এবং ইংরেজি বিভাগের মশিউর রহমান রাসেল। ক্যাম্পাস সেলুনে শুক্রবার রাতে একযোগে মাথা ন্যাড়া করে তারা।
এমনটা কেন করলেন জানতে চাইলে ক্ষোভমাখা হাসি নিয়ে মনিরুল ইসলাম ও মশিউর রহমান রাসেল বলেন, টাইগারদের পারফরমেন্সে আমরা যার পর নাই হতাশ। মাথা ন্যাড়া করে আমরা এর প্রতিবাদ জানালাম। আমরা এমন ঘটনা আর দেখতে চাই না। শহিদুল ইসলাম শিমুল ও কবির হোসাইন বলেন, আয়ারল্যাণ্ডের সাথে জয়ের মাত্র এক সপ্তাহের ব্যবধানে এমনভাবে কোটি কোটি প্রাণের প্রত্যাশাকে ডুবাবে সাকিব-তামিমরা, তা আমরা কখনোই ভাবিনি। ওই হারের সাথে সাথে দেশকে নিয়ে আমাদের স্বপ্নও যেন হারিয়ে গেল।
রাগে, দুঃখ, ক্ষোভ ও হতাশায় আমাদের প্রিয় চুল ফেলে আমরা ওই হারের প্রতিবাদ জানালাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।