আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব কি অহংকারী হয়ে যাচ্ছেন দিন কে দিন?

মানুষের মনে আজ বাসা বেধেছে হিংসা আর ঘৃণা... মানবতা আজ ফেরারী... দিকে দিকে আজ শয়তানের উল্লাস নৃত্য......

আমার অতন্ত একজন প্রিয় ক্রিকেটার ছিলেন সাকিব। খেলার মাঠে তার ধৈর্য আর মাঠের বাইরে তাকে স্পষ্টবাদী হিসেবে ভাল লাগত, খুব ভাল লাগত। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে, সাকিব দিন কে দিন কেমন যেন হয়ে যাচ্ছেন। তার কথা বার্তায় অহংকার ভাবে ফুটে উঠছে স্পষ্ট ভাবে। আজকের প্রথম আলো তে তার লেখা পড়ে আমার বোধ গম্য হয় না ও কিভাবে এমন তীব্র ভাষায় সাবেক খেলোয়াড়দের আক্রমন করেছেন।

প্রথম আলোতে লেখা সাকিবের কলাম থেকেঃ "....একটা জিনিস অন্তত তাঁদের চিন্তা করা উচিত, তাঁরা কী ক্রিকেট খেলে এসেছেন। আমি চাই না কাউকে ছোট করতে। তবে কে কত দূর খেলে এসেছেন, সেটা রেকর্ড ঘাঁটলেই পাওয়া যায়। আমরা জানি, কার কেমন রেকর্ড আছে, কারা কোন ক্রিকেট খেলে এসেছেন, কী ধরনের ক্রিকেট খেলে এসেছেন। " সাবেক খেলোয়াড়দের কেউ কেউ উলটা পালটা বলেছেন, আমি মানলাম।

কিন্তু সাকিবের প্রতিক্রীয়াটাও কোন ভাবে ভদ্রতার মাঝে পড়ে না। তার প্রতিটা লাইনের মধ্যেই কেমন যেন অহংকার ঝড়ে পড়ছে। সাবেকরা অনেক কিছু বলতে পারেন। কিন্তু ও একজন বর্তমান খেলোয়াড় হিসেবে এই সব কথা বলতে পারে না। সে এই সব নিয়ে এই সময় মাথা ঘামাচ্ছে কেন? আমি জানি না ও কেন যেন রাজনীতিবিদ দের মত হয়ে যাচ্ছে দিন কে দিন।

আক্রমনের বিরুদ্ধে তার আক্রমন করতে হবেই, তার কোন ধৈর্য নেই এখন আর। ঠিক যেমন হাসিনা-খালেদা। একটা কথা, যেখানে একটা টুর্নামেন্ট চলতেছে, সেই সময় সাকিব পত্রিকায় কলাম লেখেন কিভাবে? পত্রিকায় কলাম লেখা মানেই হচ্ছে যে সে এখন সব পেপার পড়ছে, আর সবার মন্তব্য মাথায় নিচ্ছে, খেলার চিন্তা বাধ দিয়ে সবার মন্তব্য নিয়ে গবেষণায় লিপ্ত আছে। বর্তমান খেলোয়াড় হিসেবে তাকে কলাম লেখার অনুমতি বিসিবি দেয় কিভাবে? এই রকম মাথা গরম আর অহংকারী মনভাবের খেলোয়াড় দিয়ে হয়ত ২-১ টা ম্যাচ জেতা সম্ভব, কিন্তু দীর্ঘ মেয়াদী সুফল পাওয়া সম্ভব না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.