সীমানার প্রাচীর টপকাতে হবে
ক্রিকেট প্রেমীদের জন্য ব্রেকিং নিউজ। কিছুক্ষন আগে মাত্র বাংলাদেশের পুঁচকে দল (অনুর্ধ ১৯ ক্রিকেট দল) নামিবিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে গেল। তবে বাংলাদেশ আসল কাজটি সেরে দিয়েছিল প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে। পরের ম্যাচে দক্ষিন আফ্রিকার কাছে বিশাল ব্যবধানে হেরে অবশ্য খানিকটা আশংকা জেগেছিল। কারন শ্রীলংকা যদি দক্ষিন আফ্রিকাকে হারিয়ে দিত, তাহলে রানরেটে বাংলাদেশেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি ছিল।
কিন্তু গতকাল শ্রীলংকা দক্ষিন আফ্রিকার কাছে ধরাশায়ী হওয়াতে বাংলাদেশের ইকুয়াশন সহজ হয়ে যায়। যেকোন ভাবেই হোক, নামিবিয়াকে হারিয়ে দিতে হবে। আর বাংলাদেশ সেটা পেরেছে সহজেই অনেকটা বোলারদের কল্যানে। নামিবিয়াকে ১৫১ রানে আটকে দেয়ার পর জাস্ট সেফ ব্যাটিং দরকার ছিল, যা ব্যাটসম্যানেরা করতে পেরেছে।
কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ অবশ্য একটু কঠিনই হয়ে গেল।
এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এবং স্বাগতিক অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে হবে। গুড লাক, বাংলাদেশ দল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।