বিশ্বকাপের বি গ্রুপ থেকে ভারত আগেই নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। জটিল সমীকরণের জালে আটকে আছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের ভাগ্য। এই ৪টি দলের যে কোন ৩টি পাবে কোয়ার্টারের টিকেট। বাংলাদেশ নিজেদের পরপর ২টি ম্যাচে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে ৫ খেলায় সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ খেলায় ৬ পয়েন্ট করে।
কোয়ার্টারে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মূল লড়াই ইংল্যান্ডের সঙ্গে। কারণ সমান ৫ খেলায় তাদের পয়েন্ট ৫। আগামী ১৭ মার্চ ইংল্যান্ড যদি তাদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তাহলে নির্বিঘ্নেই ১ খেলা হাতে রেখেই বাংলাদেশ চলে যাবে কোয়ার্টারে। সেক্ষেত্রে ইংলিশরা ছিটকে পড়বে বিশ্বকাপ লড়াই থেকে। ইংল্যান্ড ওই ম্যাচে জিতে গেলে ১৯ মার্চ বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ এবং ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ হবে বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালের ওঠার জন্য ৪র্থ দল নির্ধারণী ম্যাচ।
তবে ওই ম্যাচ দুটিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ হেরে গেলে নিট রানরেটের হিসেবে পিছিয়ে পড়বে বাংলাদেশ।
এখন পর্যন্ত কোয়ার্টারের যুদ্ধে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশের নিট রানরেট সবচেয়ে কম। আর তা হচ্ছে মাইনাসের দিকে। কাজেই টাইগারদের জন্য কোয়ার্টারের টিকেট ইংল্যান্ডের জয়-পরাজয়ের ওপর নির্ভর করছে। ইংলিশরা জিতলে টাইগারদেরও অবশ্যই জিততে হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।