আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবার থেকে কোয়ার্টার ফাইনাল

প্রথম কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার সবচেয়ে সফল দল মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল ৫টায়। শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও ফেনী সকার ক্লাব। রোববার তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লড়বে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। সোমবার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রর সঙ্গে বিজেএমসির লড়াই।

৪ ও ৫ ডিসেম্বর দুটো সেমি-ফাইনালের পর ফাইনাল হবে ৭ ডিসেম্বর। অবরোধের মধ্যে ফেডারেশন কাপে নিরাপত্তার দায়িত্ব পালন করা সম্ভব নয় পুলিশের পক্ষে। তাই কোয়ার্টার ফাইনাল এক দিন পর থেকে শুরু করতে বাধ্য হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি। পেশাদার লিগ কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, “বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে পুলিশ নিরাপত্তা দিতে রাজি নয়। তাই আমরা কোনো ঝুঁকি না নিয়ে খেলা একদিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।



সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।