আমাদের কথা খুঁজে নিন

   

মারহাবা !মারহাবা !মারহাবা !মারহাবা ! মারহাবা ! (আপডেটেড)

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

১। “সে সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান অষ্টম বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করেছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই তিনিই বাংলাদেশের প্রকৃত প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ” প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি সোমবার চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে চারদলীয় জোটের জনসভায় এ কথা বলেন।

(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) মারহাবা ! বিনোদন প্রদানের জন্য অভিনন্দন ! ২। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এম হামিদুল্লাহ খান বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা ধ্রুব সত্য। এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। ......মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম-এর নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত এ সভায় তিনি বলেন, জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দেশে যুদ্ধ করেছেন। দেশের অর্ধেক অংশে একা যুদ্ধ করেছেন জিয়া, আর কেউ করেনি।

(সূত্র: প্রথম আলো ) মারহাবা ! বিনোদন প্রদানের জন্য অভিনন্দন ! ৩। শেখ হাসিনা ও সন্তু লারমার নোবেল পাওয়া উচিত ছিল -সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল । মারহাবা ! তেল উপচাইয়া পড়া এই মতামতের মাধ্যমে চ্রম বিনোদন প্রদানের জন্য অভিবাদন ৪। ডঃ ইউনুস নোবেল পাবার পর আগাচৌ আর উমরকে ইউনুস বিরোধীতায় এক লাইনে দেখেছিলাম আর গ্রামীন থেকে অপসারনের পর ছিঃভিল সোসাইটি আর তার বিরোধী মজহারকেও ইউনুসের পক্ষে এক লাইনে দেখছি ! লাইনে জামাত -বিম্পি বুজিদের (যেমন এমাজউদ্দিন )যেমন দেখছি তেমনি দেখছি 'মুক্তিযুদ্ধের চেতনাধারী' ডঃ জাফর ইকবাল ও সুশীল ব্লগারদেরও । মারহাবা ! আমিও "নোবিল পেয়ে এনআর্বি, ছিঃভিল সোসাইটি আর বিদেশীদের প্রিয়পাত্র হতে চাই" (সৌজন্যে হাসিব) ৫।

ওয়েষ্ট ইন্ডিজের নিকট বাংলাদেশের শোচনীয় পরাজয়ে মর্মাহত হবার অবকাশ আছে কিন্তু বিস্মিত হবার কিছু নেই কারণ খেলায় হারজিত চিরদিন থাকবেই কিন্তু পরে দেখা গেল ওয়েষ্ট ইন্ডিজের বাসে পাথর ছুড়ে মারছে আমাদের ক্রিকেট সমর্থকরা ! সাব্বাস এই নাহলে বাঙালী ! ৬। "বিএনপি করার চেয়ে মৃত্যুও ভালো" এবং" এ 'অপরাধে' প্রয়োজন হলে জাতির কাছে ক্ষমা চাইবেন" এসব নানা কথামালা প্রকাশিত হয়েছে সমকালে দেয়া জনাব শাজাহান সিরাজের সাক্ষাতকারে । তিনি দাবি করেছেন-"জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেউই স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি যে ইশতেহার পাঠ করেছিলেন, সেটিই স্বাধীনতার ঘোষণা" মারহাবা ! স্বাধীনতা ঘোষণা নিয়ে মুজিব বনাম জিয়া বিতর্কে নতুন মাত্রা সংযোজন ও নিরানন্দ জীবনে বিনোদন প্রদানের জন্য অভিনন্দন !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.