আপন আলোয় উজ্জল.............
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেকইনফোকে এক সাক্ষাৎকারে বাংলাদেশি দর্শকদের দুর্নাম করেছেন বোলিং কোচ ইয়ান পন্ট। ওই প্রতিবেদককে অসত্য তথ্যও দিয়েছেন তিনি।
ক্রিকইনফোতে লেখা হয়েছে,“বাংলাদেশের ক্রিকেটারদের বহনকারী বাসেও ঢিল ছোড়া হয়েছে। ভয়ে গা ছমছম করার অবস্থা ইয়ানের। ভিড় থেকে পাথর না কি ছোড়া হচ্ছে তা বোঝারও উপায় নেই।
”
এই একটি বিষয়ে সীমাবদ্ধ থাকেননি ইয়ান। বলেছেন অনেক গরম গরম কথা। যার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। বাসে ছিলেন বাংলাদেশ দলের ১৫ জন ক্রিকেটার, প্রধান কোচ জেমি সিডন্স, ফিল্ডিং কোচ জুলিয়ান ফাউন্টেন, ফিজিও মাইকেল হেনরিসহ কোচিং স্টাফদের সবাই। শুধু ইয়ান ছাড়া কেউ দেখেনি ক্রিকেটারদের বহনকারী ওই বাসে ঢিল পড়েছে এবং দর্শকরা জুতো প্রদর্শন করেছেন।
ইয়ানের কাছ থেকে ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। এ থেকে স্পষ্ট হয়ে উঠে একটি অসত্য বিষয়কে সামনে এনে প্রচার পেতে চেয়েছেন ইয়ান পন্ট। যাতে করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর অন্যকোন দেশে কাজ পেতে সুবিধা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তারা ক্রিকইনফোর প্রতিবেদন দেখে ইয়ানকে সতর্ক করে দিয়েছেন। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার বাংলানিউজকে বলেন,“ক্রিকইনফোকে সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে জানতে চাইলে ইয়ান ভুল স্বীকার করেন।
ভবিষ্যতে সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকার জন্য তাকে বলা হয়েছে। ”
বিসিবিতে চাকরির শর্তানুযায়ী অনুমতি ছাড়া বোলিং কোচ সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না। অথচ পূর্বানুমতি ছাড়া বানোয়াট একটি সাক্ষাৎকার ক্রিকইনফোকে তিনি দিয়েছেন!
এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাসে ঢিল ছোড়ার ঘটনায় বড় কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টিকে স্বাভাবিক ভাবে নিয়েছে। ঘটনার একটু পরে আইসিরি প্রতিনিধি দল বাসের গ্লাস পরীক্ষা করে দেখে।
এরপর প্রতিবেদন দেয়। জালাল ইউনুস জানান, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে একটি গ্লাসে সামান্য চিড় ধরেছে। দূর থেকে ছোট্ট একটি ইটের টুকরো এসে লেগেছে গাড়ির গ্লাসে।
নিরাপত্তা নিয়ে কোন উদ্বেগ প্রকাশ করেনি আইসিসি। বরং সন্তোষ প্রকাশ করেছে।
পরের খেলাগুলোতে বেশি সতর্কতা অবলম্বন করা হবে বলে বিসিবি থেকে আইসিসিকে আশ্বাস দেওয়ার কথা নিশ্চিত করেন জালাল ইউনুস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।