আমাদের কথা খুঁজে নিন

   

পুরো রানআপে বোলিং করলেন মাশরাফি



পুরো রানআপে বোলিং করলেন মাশরাফি নিয়তি যেন মাশরাফিকে বিশ্বকাপ থেকে দূরে ঠেলে দিয়েছে। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিনও যেখানে আনফিট ছিলেন মাশরাফি, অথচ মাত্র দশদিনের মাথায় পুরো রানআপে বোলিং করে নিজেকে ফিট হিসেবে তৈরি করেছেন নড়াইল এক্সপ্রেস। গতকাল ফ্লাড লাইটের আলোয় মাশরাফি যে ছন্দে বোলিং করেছেন, তাতে বিশ্বকাপ না খেলার সম্ভাবনা নেই বলে অনেকের ধারণা। আর পুরো ২১ মিটার রানআপে বোলিং করে নিজেও যেন আত্মবিশ্বাসে হাবুডুব খাচ্ছেন, শেষ পর্যন্ত সব শংকা উড়িয়ে দিয়ে কাল খোলাখুলি বলে ফেললেন, 'আমি ম্যাচ খেলতে চাই'। মাশরাফি আগেই ঘোষণা দিয়েছিলেন, প্রিমিয়ার লীগের ম্যাচ তিনি খেলবেন।

কাল পুরো ছন্দ ফিরে পেয়ে নিজেকে যেন আবারো নতুন করে ফিরে পেলেন। তাই আর দেরি করতে চান না, এখনি বল হাতে মাঠে নেমে নির্বাচকদের প্রমাণ দিতে চান, তিনি এখন ফিট। তবে ফিজিও মাইকেল হেনরি জানালেন, অধৈর্য হয়ে লাভ নেই। অন্তত তাকে ফেব্রুয়ারির ৫ অথবা ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। 'তিনি ফিট হলেও তার আরো পাঁচ-ছয়দিন পর বল করা উচিত।

তার বোলিংয়ে আমি সন্তুষ্ট, আমার কাছে মনে হচ্ছে, তিনি এখন ফিট। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ে যাওয়ার পরও হাল ছাড়েননি মাশরাফি। প্রতিদিন একটু একটু করে নিজেকে ফিট করার আপ্রাণ চেষ্টা করছেন দেশসেরা এই পেসার। ফিজিও ও কোচদের সহায়তা নিয়ে প্রতিদিনই হাল্কা রানআপে বোলিং করে আগের ছন্দে ফিরে আসতে চেয়েছেন। গত শুক্রবার ১৮ রানআপে বোলিং করে সেই ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন, কাল ২১ মিটারে বোলিং করে তার চেষ্টা সফল করেছেন।

তবে মাশরাফির পুরোপুরি ফিট হলে সমস্যায় পড়বেন নির্বাচকরা। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার দিন তারা বলেছিলেন, মাশরাফি ফিট হলে তিনি বিশ্বকাপ খেলবেন। কিন্তু দেশসেরা এই পেসারকে দলে অন্তর্ভুক্ত করতে হলে যে কোন একজনকে ইনজুরিতে পড়তে হবে। যেটি নির্বাচকদের জন্য অবশ্যই কঠিন একটি কাজ। এদিকে বোলিং কোচ ইয়ান পন্ট মাশরাফির সুস্থতার জন্য সন্তুষ্ট, আবার তার দলে ফেরা নিয়েও শংকিত।

তার অন্যতম কারণ, বিশ্বকাপে স্কোয়াডে মাশরাফিকে ঢুকতে হলে কারো ইনজুরি লাগবে। আগামী ৬ ফেব্রুয়ারি সুপার লীগের শেষ ম্যাচে আবাহনী-মোহামেডান মুখোমুখি হবে। সে ম্যাচ দিয়ে মাশরাফি তার বোলিং শুরু করতে পারেন। যদিও আজ বিকেএসপিতে গাজী ট্যাংকের বিরুদ্ধে মাঠে নামতে চেয়েছিলেন, কিন্তু ফিজিওয়ের নিষেধের কারণে আপাতত নড়াইল এক্সপ্রেস তার ইচ্ছাটাকে দমন করেছেন। একদিন বিরতির পর গতকাল বিকাল চারটা থেকে অনুশীলন শুরু হয় টাইগারদের।

ঢাকায় আজ শেষ অনুশীলনের পর কাল চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে সাকিবরা। সেখানে চারদিনের অনুশীলন শেষে ৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে নতুন করে অনুশীলনে নামবে বাংলাদেশ। source: daily ittefaq

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.