যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.
ভারতের সাথে খেলাতে আজ বাংলাদেশের বোলিং এর দুর্বলতা চোখে পড়েছে বেশ। যেখানে সব সময় বাংলাদেশ স্পিন দিয়ে প্রতিপক্ষ শিবিরে ঘায়েল করে সেখানে আজকে দেখলাম তার উল্টো। সাকিব, রাজ্জাক, রিয়াদ, নাইম রা সবার বেশি বেশি রান দিয়েছেন। ভারত ব্যাটিং এর শুরুতেই ঝড়ো ব্যাট করেছে। যার ফলে ৬ ওভার হতেই স্পিন বোলার নিয়ে আসতে হয়েছে।
প্রত্যেক বোলারের আজকে লাইন আর লেন্থ এর বেশ সমস্যা দেখা গিয়েছে। ওয়াইড আর নো বলের ছড়াছড়ি। যা আমি কখনও এতটা দেখি নাই বাংলাদেশের।
সেওয়াগ ৫০ রান করার পরেই রাজ্জাক এর বলেই আউট হয়ে যেত। কিন্তু রাজ্জাক ক্যাচটা তখন ধরতে পারে নাই।
ধরতে পারলে হয়ত খেলাটা অন্যরকম হতে পারত। বেশ কিছু মিস ফিল্ডিংও হয়েছে আজকে। এসব থেকে বড় ব্যপার হল সাকিব টস এ জেতার পর ও ফিল্ডিং বেছে নেয়া। এ বুদ্ধি তাকে কে দিল এটা বোধগম্য হল না?
ব্যাটিং এ বাংলাদেশ এক কথায় খুব ভাল খেলেছে। সম্মানজনক একটা স্কোর দাড়া করাতে পেরেছে।
তামিম, কায়েস, জুনায়েদ এর স্বমন্যয়ে খেলাটা বেশ উপভোগ্য হয়েছে। সবচেয়ে ভাল লেগেছে শ্রীশান্তকে তুলোধুনা করে ছাড়া কায়েসের। কায়েস যদি আরো কিছুক্ষণ থাকতে পারতো তাহলে বেশ ভাল হত। মিডল অর্ডারে রকিবুল এর জায়গা বলতে গেলে পাকা। ফুল মিয়ার মনে হয় কপাল পুড়লো!! কারণ রকিবুল অপরাজিত ছিল ২৯ রানে।
এদিকে নাইম আর রিয়াদকে আরো ভাল করতে হবে। তাদের পজিশনটা বেশ গুরুত্বপূর্ণ। তাই দলে পারফর্ম করেই টিকে থাকতে হবে।
পরের ম্যাচ গুলোর প্রতিটা বাংলাদেশের জন্য অগ্নিপরীক্ষা। পরের রাউন্ডে যেতে হলে অবস্যই তাদের জয়ের পথে আসতে হবে।
আর এটা করতে হলে বোলিং আর ফিল্ডিং এর উপর আরো জোর দিতে হবে।
সাবাস বাংলাদেশ!! এগিয়ে যাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।