আজাইড়া সব !
একটায় হবেনা আমার, পাঁচটা আরও বিমান বন্দর চাই,
মানবতার বিরুদ্ধে বিচারটা আরও কয়েক শত বছর জিয়ে রাখতে চাই,
সংবিধান নিয়ে কথার খেলা চালিয়ে যেতে চাই,
পাবনার মত সারা দেশটায় দাপট দেখাতে চাই,
ইউনুসের বাহাদুরির বারোটা বাজাতে চাই,
ব্যাটা ফাটকা ব্যবসা করস্ , তোদের লাফানি দেখিতে চাই,
আজাইড়া সব !
আমার সময় নাই, কাজগুলো সব করে যেতে চাই।
হোকনা চাল ১০০০ টাকা কেজি,
হোকনা গ্যাসের শেষ, সিলিন্ডারে খাওয়াব,
হোকনা কারেন্ট খাম্বার মত অতীতের ইতিহাস,
হোকনা তরিতরকারীর আকাশছোয়া দাম,
হোকনা বেকারের সারি সারি,
না হোক শিল্প,বিনিয়োগ,জনশক্তি রপ্তানী,
মরুক না শত শত ফেলানী;
তবুও আজাইড়া সব দাবীর কাছে মাথা নত নয়,
আমার কাজ আমি পাঁচ বছর করে যাব
জনগণের ঘাড়ের উপর বসে বসে খাব
দেশটা।
তবুও দেখে নিব শেষটা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।