আমাদের কথা খুঁজে নিন

   

আজাইড়া পোষ্ট : আলফ্রেড হিচকক

ঘাস ফড়িং এর স্বপ্নমালা
গতকাল হঠাৎ মনে পড়েছিল আজ পৃথিবী এক নক্ষত্রকে হারিয়ে ছিল আলফ্রেড হিচকক। ২৯ এপ্রিল ১৯৮০। তারিখটাই জঘন্য এটার সাথে ১৯৯১ সালের সেই ভয়াল স্মৃতিও জড়িয়ে আছে। ঐ সময় বাবার চাকরীসূত্রে ছিলাম বরিশালের মুলাদী নামের এক দ্বীপে... জীবনে এক সাথে এত লাশ আমি আর দেখি নাই... স্টপ প্রসূন। আমি ঐ কথা ভাবতে চাই না।

বাদ। মনে বড় শখ ছিল হিচককের সব মুভিগুলার নাম দিব। হিচককের প্রথম মুভি (যেটা ১ম রিলিজ হয়েছে) দ্যা প্লেজার গার্ডেন মুক্তি পায় ১৯২৫ সালে এবং তাঁর সর্বশেষ মুভির রিলিজ হয় ১৯৭৬ সালে ফ্যামেলি প্লট । তাঁর পরিচালক জীবনের ব্যপ্তি ৫০ বছর ... এ সময়ের মধ্যে আমার জানা মতে তাঁর ১০০টা মুভি মুক্তি পায়। ইচ্ছা ছিল সবগুলো কালেকশান করে দিব।

কিন্তু সবাই খুব অস্থির হয়ে পড়েছে তাঁর বিখ্যাত ও পরিচিত মুভিগুলোর জন্য। একজনতো আমাকে মার দেওয়ার ভয়ও দেখালো.... আহমেদ রাকিব বলেছেন: সব ছবিই দিতে হবে কে বললো? উল্লেখযোগ্য গুলা দিলেই হইত। বলিস না যে হিচকক হাজার খানেক ছবি বানাইছে। (হিচকক তো আর এফ,আই মানিক না ) এইটা একটা ষড়যন্ত্র। তিব্র প্রতিবাদ জানাচ্ছি।

পরের পর্বে শেষ করবি। আর পর্ব বাড়ানোর অপচেষ্টা করলে মারা মারি হবে। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন হাহাপগে... ওর বডি স্ট্রাকচার যারা জানে ওরা নিশ্চয় বুঝছে আমার মনের মধ্যে কি আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে .... তাই আমি ভীত হয়ে হিচককের জনপ্রিয় অথবা আমার অতিপ্রিয় মুভিগুলো দিব। আমি এরকম কিছু হবে ধারণা করেছিলাম.... তাই নাম দিয়েছিলাম হিচককের কিছু (অথবা সব) মুভি। সুতরাং আমার প্রথম অপশনটাই কাজে লাগছে অর্থাৎ কিছু মুভি ।

গ্রেট বস হিচকক সম্পর্কে কিছু বলতে ইচ্ছা করছিল। তাই এই আজাইড়া পোষ্ট।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.