আমাদের কথা খুঁজে নিন

   

"পাথরে লেখা নাম" কিছু আজাইড়া কথা বার্তা আরকি

আনন্দের মাঝে থাকতে ভালবাসি, ভালবাসা খুজে বেরাই........ এখন রাত প্রায় একটা। আধা ঘন্টা বিছানায় গরাগরি কইরা আবার উইঠা আসলাম। । আজকে অনেক দিন পর শিল্পি আসিফ এর দুইটা গান শুইনা খুব ভালো লাগলো। গান গুলি আগেও ভালো লাগতো।

কিন্তু এখন আবার নতুন করে ভালো লাগতেছে। গান দুইটা হলো –“পাথরে লেখা নাম, হয়তো মূছে যেতে পারে। “ আরেকটা হলো “ চোখের ই জলে লেখা, কত যে কবিতা……। “ ভাবতেছেন যে, এত রাইতে পাগলামি শুরু করলাম নাকি? আর এই গান ত সেই কবে পুরান লিস্ট এ নাম লেখাইছে। ঠিক ই বলছেন।

কিন্তু তারপর ও। আমার একটা জিনিস মনে হইল। কিছু কিছু গান আমরা অনেক সময় গায়ক বা ট্রেন্ড অনুযায়ী বিচার করি। যেমন ধরেন, এই আসিফ। অনেকে বলবেন আসিফ কনো শিল্পি হইলো নাকি? আমিও মাঝে মাখে বলে ফেলি।

আসলেই উনি যে টাইপের গান করেন আমরা হয়তো সেই ধরনের গান পছন্দ করি না। কিন্তু তাই বলে উনার সব গান ই যে আমাদের অপছন্দ তা কিন্তু নয়। এইবার ভাবতেছেন, আমি তো হালায় আসিফের ব্র্যান্ডীং শুরু কইরা দিলাম নাকি? আসলে সেরকম কিছু না। এই যে বললাম, শুইয়া ছিলাম, ঘুম আসতে ছিল না, তখন ই কথা গুলি মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। আর নিজেই চিন্তা করতেছিলাম, আমি যে এই আজাইরা চিন্তা করতাসি, অন্যরা শুনলে কি কি যে বলবে?? আর অনেকে তো ইতিমধ্যে গালাগালি শুরু কইরা দিছেন নিশ্চই? কেউ বা আবার ভদ্রতার খতিরে বলবেন, ভাইজান মনে হয় রিছেন্টলি ছেকা টেকা খাইছেন? নাইলে প্রেমে পড়ছেন নিশ্চই? নাইলে এই গানের এত প্রসংসা।

এই ধরনের চিন্তাশীলদের হতাসার সাগরে ভাসিয়ে দিয়ে বলতে চাই সেরকম কিছু না। আপনি আর এক বার গানের কথা গুলি চিন্তা করেন, “পাথরে লেখা নাম, হয়তো মুছে যেতে পারে পাথরে লেখা নাম, হয়তো মুছে যেতে পারে মুছবে না কনো দিন, হৃদয় এ লেখা নাম ভালোবাসি আমি যারে…। । “ আমার খুব ভাল লাগছে, আপনারা একবার ট্রাই মারতে পারেন। অনেক হইছে আর গালি খাইতে চাই না।

এইবার বরং ভাগি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.