ইতালির মিলান শহরে মুসলমানদের প্রধান ইবাদত-কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছে। অথচ বিশ্বের কোনো মুসলিম দেশে চার্চ বা প্যাগোডা নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই এবং তারা এগুলো নির্মাণ করছে এবং ধর্ম পালন করছে। অথচ যারা ধর্মীয় স্বাধীনতার কথা বলে সেই পাশ্চাত্যে এমন একটি ঘটনা ঘটল যেখানে মুসলমানরা নামাজ পড়ত এবং একটি মসজিদ নির্মাণ করতে চেয়েছিল তারা মসজিদ নির্মাণের অনুমতি পায়নি উপরন্তু যেখানে নামাজ পড়ত সেই কেন্দ্রটিকে বন্ধ করে দেয়া হলো। এ থেকে কি মনে হয় না তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলাটা ভন্ডামী ছাড়া আর কিছু নয়! বিস্তারিত খবরটি জানার জন্য লিঙ্কটি পড়ুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।