লিখছি আমি যা মনে চায় । কারো ভালো না লাগলে কি আসে যায়। আমার একলা একটাদিন ,
রৌদ্র-ছায়া বিহীন ।
আমার একলা একটা রাত ,
মেঘে ঢাকা চাঁদ ।
আমার স্বপ্নগুলো ,
পুরানো মলাটে মাখানো ধূলো ।
আমার ইচ্ছেডানা ,
যে পাখির পাখা মেলতে মানা ।
আমার বেদনা ক্ষত ,
ঘূণেধরা বাশের মত ।
আমার আনন্দের ক্ষণ ,
ঘাসের উপর শিশিরবিন্দু স্থায়ী যতক্ষন ।
আমার জীবনের অঙ্ক ,
মিছে মায়ায় সাজানো পালঙ্ক ।
আমার জীবনের পাওয়া না পাওয়র গল্প ,
নীল আকাশে রঙীন ঘূড়ির উড়ে বেরানোর কল্প ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।