আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট ২০১১; পাওয়া না পাওয়া

প্রকৃত রাজনৈতিক নেতার অপেক্ষায় আছি...

পাওয়া : ০১. ইন্ডিয়ান মিডিয়ার ঘৃণা; ইন্ডিয়ান মিডিয়া, প্রাক্তন ক্রিকেটার সবাই যেভাবে জানপ্রাণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধাচরণ করেছে বা অবহেলা প্রদর্শন করেছে তা প্রাপ্তিই বটে। এত ছোট একটা দল বিশ্বকাপের দাবিদার দলের আতংকের/অপছন্দের কারণ হওয়াটা বিরাট পাওয়া। ০২. গত বিশ্বকাপে বাংলাদেশ ছিল ৩য় সারির দল; এবার হল ২য় সারির দল (ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে; এমনকি প্রথমে পাকিস্তান ও এই দলে ছিল) ০৩. ইংল্যান্ডের সমীহ আদায় করা হয়েছে। ইংল্যান্ডের একজন তো বললেনই “I am proud of Bangladesh” (বাংলাদেশ ইংল্যান্ড খেলার পর) ০৪. দর্শকরা পরিপক্ক হয়েছে। তারা বুঝতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে যা করা হয়েছে তা ঠিক নয়; সাউথ আফ্রিকার সঙ্গে তা করে নাই।

কম রানে অনেক বড় টিমই অলআউট হয়েছে। ০৫. অসাধারন উদ্বোধনী অনুষ্ঠান; যা দেখে পৃথিবী মুগ্ধ হয়েছে। অবশ্য ইন্ডিয়া পৃথিবীর বাইরে ওদের কাছে এটা সাধারন মানের অনুষ্ঠান। না পাওয়া: ০১. ধারাবহিক ব্যাটিং ব্যার্থতা । একজন ব্যর্থ হলে লাইন ধরে সবাই ব্যার্থ হয়।

০২. খেলা চলাকালীন প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের বিতর্ক প্রতিযোগীতা করা। ০৩. বিশ্বকাপে অংশগ্রহনকারী খেলোয়াড়দের কলাম লেখা। ০৪. খেলা চলাকালীন খেলোয়াড়দের সমালোচনা করে মনোবল নষ্ট করা। যদিও প্রধানমন্ত্রী আগেই এব্যাপারে মিডিয়াকে অনুরোধ করেছিলেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.