পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী আমার ভুলে যাওয়ার ব্যারাম আছে/ আমি অলস/ আমি হেন আমি তেন ......আমি মেনে নিয়েছি। আর মেনে নেয়ার মাঝেই মানুষ নিজের স্বকীয়তাকে খুঁজে পায়, নিজেকে খুঁজে পায়। এই যেমন আমি অলস, এটাই আমি। কেউ যদি খুব মনভোলা হয় তবে সে তা-ই। মেনে নেয়ার মাঝে সুখও আছে। আমার কমতিকে পূর্ণ করে দেবার মত কেউ কখনই আসবে না তবে যদি নিজেই একা পরিপূর্ণ হয়ে রই! বুঝলেন বাবারা? আম্মারা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।