কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি।
চারিদিকে এত ভাব দেইখা আমারও ভাব বাইড়া গেল, ধইরা রাখতে না পাইরা পোস্ট এ ছাইড়া দিলাম। ডাক্তার হইসি বইলা কি আমাগো মান ইজ্জত নাই নাকি, আমরা ভাব নিমু কারন আমাদের আসে----
*মুন্না ভাই এমবিবিএস!---
*আছে লাভ গুরু, সে নাকি একজন ডাক্তার, কোন রেডিও চ্যানেলে জানি ভালবাসার গল্প গুজব করে---
*মেডিকেল কলেজ ভর্তি আছে রুপবতী হবু ডাক্তার যাদের আছে বুক ভরা ভালবাসা!!
ছবি দিলাম না, ফেইসবুকে খুইজা লন।
*মেডিকেলে চান্স নাই পাইলে কাইন্দা কুল পায় না মানুষ, মানুষের সেবা করার জন্য সবার কন আকাঙ্ক্ষা, যারা আমরা ফাকতালে একবার ঢুইকা গেসি তারা ভাব মারুম না তো কেডা ভাব মারব।
*আমরা ইচ্ছা করলেই রোগীর গোপন কথা জানতে পারি, জখন খুশি তারে কাপড় খুলাইতে র পিন্দাইতে পারি!!
*বিয়ের বাজারে আমাদের চাহিদা ব্যপক, মাথায় টাক থাক্লেও কুনু প্রব্লেম নাই।
*পড়াশুনা ছাড়াও আমরা ব্যপক মারামারি কইরা হাড্ডি ভাইঙ্গা আবার জোড়া লাগাইতে পারি।
ছবি দিলাম না, খুজলেই পাইবেন।
*ভাষা আন্দোলনের প্রথম মিছিল বাইর করছিল ঢাকা মেডিকেলের পুলাপান--
* এই দেশের পররাষ্ট্র মন্ত্রী একজন ডাক্তার---
আমরা ভাব নিমুনা তো কেডা নিব, সুতরাং, ব্লগের ডাক্তার ও হবু ডাক্তারা আসেন আমরা আলু পোড়া খাই এইখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।