দেশ প্রেম ঈমানের অংগ, দেশের জন্য জীবন দিতে পারি সাদরে।
লিবিয়ার সৈরশাসক গাদ্দাফী একটি বড্ড পাগল লোক। ৩০ মিলিয়ন ডলারের মালিক হয়েও টাকার অভাবে বেচারা চিকিতসা করতে পারেনা।তাই আসুন আমরা সবাই মিলে পাগলটার চিকিতসা করি।
ছাগলটা আজ টিভিতে ভাষন দিচ্ছিল, কি বলে জানেন? বলে আমাদের শেষ রক্ত বিন্দু থাকতে আমরা লিবিয়ার ক্ষমতা ছাড়বনা.........। আপনারাই বলেন পাগল ছাড়া কি সুস্থ মানুষ এভাবে বলতে পারে? আমাগো হাম্মালীগ ও বেনপী ও তো এভাবে কথা বলেনা..................তাই না?
আজ আমার কষ্ট হচ্ছে আমাদের বাংলাদেশী ভাইদের জন্য যারা আজ লিবিয়া- মিশর- ও তিউনিসের সীমান্তে মানবতাহীন জীবন যাপন করছে......। আসুন আমরা সবাই মিলে ওদের জন্য দোয়া করি ওরা যেন ভাল থাকে, আবার নিজ কর্মস্থলে যেতে পারে।
আমাদের সরকারকে বলবো, লিবিয়ার বাংলাদেশীদের জন্য কিছু একটা করেন, মনে রাখবেন ওরা আমাদেরই ভাই, আপনাদেরই ভোটার, দেশের জন্য পরাশক্তি, ওদের কিছু হলে জাতির জনক কবরে বসে কষ্ট পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।