আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্র খনন

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

তিনি জ্ঞানী, কিন্তু বুদ্ধিমান নন
তিনি খুব ভালো লেখেন, অতি চটুল ব্যক্তিত্বের অধিকারী
আমি তাঁর ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলতেই তাঁর টনক নড়ে
এখন তিনি প্রোবেশনারি পিরিয়ডে থাকবেন কিছুদিন। সত্যিকারে ভালো মানুষ ও ব্যক্তিত্বশীল হয়ে থাকলে তিনি অচিরেই নিজেকে শুধরে নেবেন।



আরেকজনের গল্প।
তিনি ভালো লেখেন না, সাদাসিধে ব্যক্তিত্ব ধারণ করেন। তাঁর বুদ্ধিমাত্রা সাধারণ।
তিনি মঞ্জুভাষী, অত্যধিক জনপ্রিয়।
তাঁর একটা পিকিউলিয়র বৈশিষ্ট্য আছে।


উদাহরণ দিই। আমি বা আমরা কয়েকজন বিখ্যাত কেউ নই- জনসমক্ষে আমাদের প্রশংসায় তিনি পঞ্চমুখ হবেন। আর আপনি বা আপনারা, যাঁরা প্রকৃত ও প্রাজ্ঞ সাধক- আপনাদের মনীষাদীপ্ত আলোচনায় তিনি নিজেকে স্বনামে আড়াল করবেন, আর আপনাদের বক্ষ্যমাণ বিষয়গুলো চুরি করে অন্যত্র বিধৃত করবেন। কিছু ঘিলুহীন লোক তাঁর এহেন কাজে মেধার বিচ্ছূরণ দেখবেন।

আমি আপনাকে দেখি- আপনার বাহির থেকে অন্দর।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।