আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে স্থগিত হওয়া পৌর নির্বাচন আগামী ১৩ মার্চ : আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশের ব্যাপক মহড়া

সাংবাদিক, শিক্ষক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশন কর্তৃক আগামী ১৩ মার্চ ঝিনাইদহে স্থগিত হওয়া সদর পৌর নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। সহিংস ঘটনার আশঙ্কায় গত ৩ জানুয়ারি এ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। ঝিনাইদহ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি ঝিনাইদহের ৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠানের দিন ছিলো; কিন্তু গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশনের এক ফ্যাক্সবার্তায় সদর পৌরসভা নির্বাচন স্থগিতের ঘোষণা করা হয়। স্থগিত হওয়া নির্বাচন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে বলে নতুন করে ঘোষণা এসেছে। নির্বাচন স্থগিত হওয়ার আগের সকল কার্যক্রম বলবৎ থাকবে বলে তিনি জানান।

জানা গেছে, ঝিনাইদহ সদর পৌরসভায় মোট ভোটার-৬৩৫৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১১৯৮ জন ও মহিলা ভোটার-৩২৩৪৫ জন। সদর পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক সাইদুল করিম মিন্টু, দলের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক, বিএনপি সমর্থিত আকতারুজ্জামান ও জামায়াত সমর্থিত ইসমাইল হোসেন। এছাড়া ৬৩ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সংরক্ষিত কাউন্সিলরা হলেন- নমিতা শর্মা, আফরোজা খাতুন, তাছলিমা খাতুন, বুলবুলি ইসলাম, মর্জিনা বেগম, রেনুকা আক্তার, শান্তি খাঁন, আনজুমান আরা, ফারজানা রেজা, মাহফুজা তাহের, শাহানারা খাতুন, লাইলা ইসলাম, সাথী রাণী, আফরোজা আক্তার আশা, পাপিয়া সাম্মাদার কুটিন, আফরোজা আক্তার, কাকলী, সুফিয়া বেগম, রেখা মিত্র। সাধারণ কাউন্সিলররা হলেন- আবু তালেব, আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলাম, শাহ মো. আখতারুজ্জামান, নূর উদ্দিন জোয়ার্দ্দার, আবু বক্কর, আবু মতলেব, আলমগীর কবীর, কামরুজ্জামান প্রিন্স, সমির উদ্দিন, রকিবুল বাশার, আব্দুর রাজ্জাক, আলাউদ্দীন জোয়ার্দ্দার, মিজানুর রহমান, এনামুল কবির মুকুল, ঝাঙ্গীর হোসেন, তোফাজ্জেল হোসেন, নজরুল ইসলাম, মুজিবর রহমান, মফিজুল হক (৪), সিদ্দিক আহম্মেদ, রতন কুমার হোড়, সাইফুল ইসলাম মধু, কেএম সাইফুজ্জামান শিমুল, জাহাঙ্গীর ইসলাম, তাহেরুল ইসলাম, মাহবুবুর রহমান শেখর, রেজাউল ইসলাম, লিয়াকত হোসেন, তরিকুল ইসলাম, মহি উদ্দিন, সুশান্ত কুমার সরকার, গোলাম মোস্তফা, তোবারক হোসেন, সাইফুল ইসলাম, সামছুর রহমান, সেকেন্দার আলী, হাসানুজ্জামান, শেখ শফি কুদ্দুস, বজলুর রহমান, বসির উদ্দিন, মিজানুর রহমান, সামছুল আলম বাদশা, রনজিৎ কুমার ধর। এদিকে স্থগিত হওয়া ঝিনাইদহ সদর পৌরসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় পৌর মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর পদপ্রার্থীরা আবারো কোমর বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাতে ঝিনাইদহ শহরের পবহাটি চৌরাস্তা মোড়ে দু’গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর ঝিনাইদহ সদর পৌর নির্বাচন স্থগিত হয়ে যায়। এদিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণার সাথে সাথে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার রেজাউল করিম পিপিএম (সেবা)’র নির্দেশে আইনশৃঙ্খলার উন্নয়নে ও সন্ত্রাসমুক্ত ঝিনাইদহ গড়ার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার জোবাইদুর রহমানের নেতৃত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফয়সাল আহমেদ, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, থানার সকল এসআইসহ ডিবি পুলিশের অর্ধশত মোটরসাইকেল নিয়ে এক মহড়া শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।

এছাড়াও শহরের প্রাণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.