বহুদিন কাটিয়েছি নিমগ্ন বিকেল তরু ছায়ায়।
আমার অস্থিরতা চাঞ্চ্যলতা ভিজিয়েছি সৈকতে।
শিহরিত লতার কাঁপন একেছি ঊষার লগ্নে ললাট আর উষ্ন বুকে।
ক্ষয়ে যাওয়া বালুচর স্মৃতি দেখে কেয়ার বনে।
তবুও মুখ ফিরিয়ে পেছনে তাকাতে হয়,
ফিরে যেতে হয় প্রথম যৌবনে।
যেথায় ভোরের কিরণ আর পশ্চিমাকাশের লাল আভা করেছি একাকার,
উত্তালতা উচ্ছলতার জালে বেধেছিলাম দিন রাত।
এখন দৃষ্টি জুড়ে নোনা জলের ঢেউ।
অনির্বান শিখা হয়ে জ্বলেছি,আবার নিভে গেছি ফিরে তাকাও নি।
যোগ বিয়োগের শূন্যতায় সাগরের জল চেয়েছিলে,
অতচ আমার দিঘীর জল কেঁদে ফিরে গেছে তবুও চোখের পাতা কাঁপেনি।
কত ডেকেছি মেঘ হয়ে,শুনতে পাওনি তাই বাজ হয়ে বেজেছি।
আমার অনেক কথার ভেলা ভাসিয়েছি জলে তীরে টেনে নাও নি,
বৈঠা সে তো বহুদুর। জানতে চাইনা কেন,দেখতে চাইনা আগামীকাল,অতীত হয়ে থাক অপূর্ণ ইতিহাস ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।