আমাদের কথা খুঁজে নিন

   

শিহরিত হচ্ছি আজ আমি, না কোন হিমেল বাতাসের ছোঁয়ায় নয়…(গত রাতের পোস্ট)

শিহরিত হচ্ছি আজ আমি, না কোন হিমেল বাতাসের ছোঁয়ায় নয়….নয় কর্পোরেট হাউসের শীতাতপ যন্ত্রের নিয়ন্ত্রিত আবেশে…….আমি শিহরীত হচ্ছি আমার আশপাশের মানুষ গুলোর আবেগ দেখে!! তাদের চোখের তারা গুলো আজ জ্বলছে দূর আকাশের স্নিগ্ধ নক্ষত্র রূপালি আলোয় নয়……উত্তপ্ত আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার ন্যায়….সবার একটাই দাবি….৪২ বছরের পুন্জিভূত ক্ষোভের দাবি…..নায্যবিচারের দাবি “নর পিশাচদের ফাঁসি চাই”…. “দোস্ত এদিকে আয় তাড়াতাড়ি”—বন্ধুর ডাকে চমকে উঠলাম…টেনে নিয়ে গেল আগুনের কুন্ডলির কাছে…..আমি মুগ্ধতার সাথে দেখতে লাগলাম বাংলাদেশের বিবেক কে আগুনের শিখার আলো প্রতিফলিত হচ্ছে সবার চোখে, সে এক ভয়াবহ সৌন্দর্য্য….আমিও মিশে গেলাম ঐশ্বরিক ঐ সৌন্দর্য্যের মাঝে……আমার প্রিয় ক্যাম্পাসে ফাঁসির দাবী নিয়ে….

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।