বছরের শেষ গ্র্যান্ড স্লামে ২০১১ সালের চ্যাম্পিয়ন জোকোভিচ ৬-০, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন পর্তুগালের জোয়াও সোজাকে। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ স্পেনের মার্সেল গ্রানোলের্স।
শেষ ষোলোতে উঠেছেন তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারে, পঞ্চম বাছাই চেক রিপাবলিকের টমাস বেরডিচ ও অস্ট্রেলিয়ার লেটন হিউয়েট।
তৃতীয় রাউন্ডে স্পেনের গ্রানোলের্সের কাছে হেরে গেছেন যুক্তরাষ্ট্রের টিম স্মিচেক। টুর্নামেন্টের ১৩২ বছর ইতিহাসে এই প্রথমবারের মতো ছেলেদের এককে শেষ ১৬তে কোনো মার্কিন খেলোয়াড় থাকছে না।
এ বছর অন্য তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বল্ডনের শেষ ষোলোতেও কোনো মার্কিন পুরুষ খেলোয়াড় ছিল না।
মেয়েদের চতুর্থ রাউন্ডের খেলায় তৃতীয় বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকাকে হারিয়ে চমক দেখিয়েছেন রাশিয়ার একাতেরিনা মাকারোভা। কোয়ার্টার ফাইনালে তিনি খেলবেন চীনের লিনার বিপক্ষে। পঞ্চম বাছাই লি না ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন নবম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়ানকোভিচকে।
চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্পেনের কার্লা সুয়ারেস নাভারনোও।
তিনি হারিয়েছেন অষ্টম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। কোয়ার্টার ফাইনালে নাভারনো খেলবেন শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা সরাসরি সেটে হারিয়েছেন স্বদেশী স্লোয়ান স্টেফানসকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।