আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহণযোগ্য নির্বাচন আশা যুক্তরাষ্ট্রের

রোববার রাতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এই আশাবাদ ব্যক্ত করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিকেলে বৈঠকের পর রাজনীতিক, নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর নিশা দেশাই বিরোধী দলীয় নেতার সঙ্গে রাতে দীর্ঘ দেড় ঘন্টা বৈঠক করেন।
রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে শমসের মবিন চৌধুরী নিশা বিসওয়ালকে উদ্ধৃত করে বলেন,“যুক্তরাষ্ট বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও স্থিতিশীলতা দেখতে চায়। বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। ওইরকম একটি নির্বাচন করার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই গ্রহণ করবে।


বিরোধী দলীয় নেতা যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, “বিএনপি চায়, সংলাপ ও আলোচনার মাধ্যমে বর্তমান সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান। যার মাধ্যমে সবার অংশগ্রহণে দেশে প্রতিযোগিতামূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ মানুষের এটিই চাওয়া। গণতন্ত্রের রীতি অনুযায়ী সরকারের উচিত হবে গনমানুষের এই দাবির প্রতি সন্মান জানানো। ”
এক প্রশ্নের জবাবে শমসের মবিন বলেন, “সরকার যদি জনগণের এই দাবি উপেক্ষা করে নির্বাচন করে তাহলে তারা নিজেদের  স্বাভাবিক প্রতিক্রিয়া জানাবে।


রাত সোয়া ৮টায় শুরু বৈঠক।
নিশা দিশাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের, বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় বিএনপি।
নিশা দেশাই সর্বদলীয় সরকারের যোগদানের বিষয়ে বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব শমসের বলেন, “এরকম পরামর্শ দেয়ার প্রশ্নই উঠে না।

উনি আমাদেরকে কোনো চাপ বা পরামর্শ দিতে আসেননি। ”
শনিবার দুপুরে ঢাকা পৌঁছান নিশা দেশাই। সেদিন সন্ধ্যায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনার বাসায় তিনি নাগরিক সমাজের একাংশের ছয় ব্যক্তির সঙ্গে বৈঠক করেন।
রোববার বিরোধী দলীয় নেতার সঙ্গে বৈঠকে শমসের ছাড়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও ঢাকায় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।
ঢাকায় আসার পর নিশা দেশাই বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের নেতৃন্দ, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

তিনি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন।
ড্যান মজীনার বাসায় ওই সব বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, বিমানমন্ত্রী ফারুক খান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী ও এইচ টি ইমাম, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মঈন খান, ওসমান ফারুক এবং চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার যোগ দেন।
শনিবার সন্ধ্যায় মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্র, সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, অ্যাডভোকেট ফৌজিয়া করিম, সাংবাদিক মাহফুজুল্লাহ, সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার ও ব্র্যাকের ব্যারিস্টার মঞ্জুর হাসান উপস্থিত ছিলেন।
বিজেএমইএ‘র নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করে মার্কিন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী।
নিশা দেশাই বিসওয়াল দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে নিশার প্রথম বাংলাদেশ সফর।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নিশা দেশাই।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.