আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে লিবিয়া প্রবাসী শ্রমিকদের স্বজনদের আজাহারি

সাংবাদিক, শিক্ষক

মহেশপুর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫০জন লিবিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত আছেন। লিবিয়ায় অচল অবস্থা সৃষ্টি হওয়ায় প্রবাসী শ্রমিকদের বাবা মায়ের দিন কাটছে অজানা আশংকায়।তাদের স্বজনদের কান্না ভারি হয়ে উঠছে ওই সব এলাকার পরিবেশ। দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকার আসায় সহায়সম্বল বিক্রি করে তারা লিবিয়ায় গিয়েছিল। অচল অবস্থার কারনে উপজেলার ফতেপুর গ্রামের সাইদুল হকের ছেলে শাহিন (৩০) একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে বশির (২৭) বেড়ের মাঠ গ্রামের শাহাজান আলীর ছেলে মিলু (৩০) এবং কদমতলা গ্রামের নান্নু মিয়ার ছেলে জামাল (৩০) লিবিয়া সীমান্তে এসে ২/৩ দিন না খেয়ে রয়েছে। মোবাইলে তাদের কান্নায় তার বাবা মাও বাড়ি বসে হাওমাও করে ডুগরে কাঁদছে। তারা বলছে সরকারের কাছে আমাদের আরজি আমাদের সন্তানদের ওই দেশ থেকে ফিরিয়ে এনে আমাদের কাছে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.