আগামীকাল বিকেল সাড়ে চারটায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে আমাদের দেশের প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাতের সময় ছিল। কিন্তু "নির্ধারিত সময়ে হরতাল থাকবে। হরতালের কারণে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে বিরোধীদলীয় নেতার হোটেল সোনারগাঁওয়ে যাওয়া সম্ভব নয়- জানিয়েছেন বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী, বর্তমান বিরোধীদলীয় নেত্রী নিজ জোটের শরীক দলের দেওয়া হরতালে রাস্তায় বের হওয়া অনিরাপদ ভাবছেন! মাননীয় নেত্রী, আপনি তাহলে জনগনের অবস্থা বুঝুন।! হরতাল হউক আর যাই হোক, বাড়ী থেকে রাস্তায় না বের হলে এই দেশের অর্ধেকের বেশি মানুষকে অর্ধাহারে, অনাহারে কাঁটাতে হয়, তা কি আপনি জানেন না? তাই পরিবার-সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নামে। তারা রাজনীতি বুঝে না। আপনাদের প্রতিপক্ষও নয়। তবে কেন এই খেটে-খাওয়া মানুষগুলোর রক্ত নিয়ে এই হোলি খেলা হচ্ছে? কেমন দলকে জোটভূক্ত করেছেন যে, ভারতের রাষ্ট্রপতির মত একজন গুরুত্বপূর্ন বিদেশী অতিথীর সাথে দেখা করাও যাদের কর্মসূচীতে আপনার জন্য অনিরাপদ মনে হয়? জনগনকে সাথে না নিয়ে তাদের জীবন হুমকিতে ফেলে সুষ্ঠ গনতন্ত্রের কোন চর্চা আপনি প্রজন্মকে শিক্ষা দিচ্ছেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।