আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের চলচ্চিত্র তারকারা কে কোথায়...

এবারের ঈদে মুক্তির জন্য এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে তিনটি চলচ্চিত্র। এগুলো হচ্ছে এম এ জলিল অনন্ত পরিচালিত 'নিঃস্বার্থ ভালোবাসা', বদিউল আলম খোকনের 'মাই নেম ইজ খান' এবং পি এ কাজলের 'ভালোবাসা আজকাল'। প্রথম চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। দ্বিতীয়টিতে শাকিব খান ও অপু বিশ্বাস এবং শেষটিতে শাকিব খান ও মাহি। সাধারণত ঈদে যেসব চলচ্চিত্র মুক্তি পায় সেগুলোর মুখ্য শিল্পীরা চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে ঢাকাতেই থাকেন।

কারণ তারা প্রেক্ষাগৃহে বসে সরাসরি দর্শক প্রতিক্রিয়া উপলদ্ধি করতে চান। এবারের ঈদেও তারকারা তাই করবেন বলে জানিয়েছেন। 'নিঃস্বার্থ ভালোবাসা'র দুই প্রধান অভিনয় শিল্পী অনন্ত আর বর্ষা ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি দেখে দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ শেয়ার করবেন। অনন্ত বলেন, দর্শকদের আনন্দ দিতেই চলচ্চিত্র নির্মাণ আর অভিনয় করছি। দর্শক হচ্ছে আমাদের লক্ষ্মী।

তাই ঈদে তাদের সঙ্গে বসেই ঈদ আনন্দ উপভোগ করতে চাই। এ কারণেই ঈদের দিন ঢাকাতেই থাকব। বিভিন্ন প্রেক্ষাগৃহে যাব। তা ছাড়া বাকি সময় বাসায় থাকব। আপনজনরা আসবেন।

তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। বর্ষা বলেন, ঈদ মানে আনন্দ আর খুশির বন্যায় ভেসে যাওয়ার দিন। আমি যেহেতু একজন সেলিব্রেটি তাই দর্শকদের আনন্দ খুশিতে রাঙিয়ে তোলাই আমার কাজ। তারকাদের এক নজর দেখতে দর্শকরা সব সময় উম্মুখ হয়ে থাকে। তাই অন্তত এই খুশির দিনে তাদের বিমুখ করতে চাই না।

ওইদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে বসে চলচ্চিত্রটি দেখব এবং তাদের খুশির মাত্রা কিছুটা হলেও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমার চলচ্চিত্রের নাম 'নিঃস্বার্থ ভালোবাসা' তাই দর্শকদের নিঃস্বার্থ ভালোবাসা দিতে ও পেতে চাই। বাকি সময় বাসায় অনন্ত ও ঘনিষ্ঠজনদের নিয়ে টিভি অনুষ্ঠান দেখব আর মজা করব। শাকিব খান প্রতিবারের মতো এবারের ঈদেও ঢাকায় থাকবেন। ঈদের দিন খুব একটা প্রেক্ষাগৃহে যাওয়া হয় না তার।

বাসাতেই থাকেন। বাবা-মা, দর্শক-ভক্ত আর বন্ধুবান্ধবদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেন। তবে এবার প্রেক্ষাগৃহে বসে দর্শকদের সঙ্গে নিজের মুক্তি পাওয়া চলচ্চিত্র দুটি দেখার ইচ্ছা রয়েছে তার। এ কারণেই মালয়েশিয়ায় দ্রুত শুটিং শেষ করে ঈদের আগেই দেশে ফিরতে চান তিনি। অপু বিশ্বাস তার চলচ্চিত্র মুক্তি পেলে ঈদে ঢাকা ছেড়ে অন্য কোথাও যান না।

প্রেক্ষাগৃহে বসে দর্শকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং দর্শক প্রতিক্রিয়া উপভোগ করেন। এবারও তাই করবেন। মাহির জন্য এবারের ঈদের আনন্দের মাত্রাটা একটু বেশি। তাই ঢাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই তার। প্রেক্ষাগৃহে বসে দর্শক প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় আছেন তিনি।

আনন্দের পাশাপাশি মনের মাঝে শিহরণও কাজ করছে। কারণ এবারই প্রথম তার অভিনীত কোনো চলচ্চিত্র ঈদে মুক্তি পাচ্ছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.