সাংবাদিক, শিক্ষক
ঝিনাইদহে রুপসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাব। শনিবার বিকালে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে থেকে কোটি টাকা মূল্যের এ হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চোরাকারবারীরা হেরোইনের একটি বড় চালান পাচার করছে। এ খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল বিকাল সাড়ে পাঁচ’টার দিকে খুলনা-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে রুপসা পরিবহনে (যশোর-ব-০২-০০৭৯) তল্লাসি শুরু করে। এ সময় বাসের বাংকারে রাখা একটি ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য কোটি টাকা বলে র্যাব জানায়। তবে হেরোইনের মালিককে গ্রেপ্তার করতে পারেনি র্যাব।
উল্লেখ্য, গত সপ্তাহে একই স্থানে অভিযান চালিয়ে অ্যাবকন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তবে সে সময় র্যাব এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।