আমি বাংলার...।
সৌর উত্চ্ছাসের মত
এক বুক জালানিয়ে দাড়িয়ে আছি,
অরোরার মত পাশকেটে
যেও না তুমি।
গত দিন বেশ ক’টি কবিতা
গড়েছি তোমার
একটিতে জীবনের স্পর্স আমার।
আমাকেই যেন দেখেছি ঔ কবিতায়
তুমি সাব জান তাই না।
ইদানিং তোমার খাতায়
ভীড় করে
অনেক জীবণ স্পর্স শব্দ
প্রেম,ভারবাসা,প্রনয়
সব সব কিছু।
জানিনা কেন যে তোমার
কবিতার খাতা দেখতে গেলাম!
কেন যে চলে গেলাম
কাব্য সরবরে!
জীবনে অনেক ভূল হয়
ভুল হয় গণিতের যোগফল।
হিসেবের খাতা মিলাতে গিয়ে
ফিরে আসি বার বার।
আমার কাছে তোমার অবস্থান
রেল লাইনের মত সমান্তরাল।
সারা জীবণ পাশে থাকলেও
স্পর্স করে না কেউ কাউকে।
বেয়ে চলে
মাঠ-প্রন্তর-মুক্ত আকাশের নীচে।
জীবণটা যদি অংকের খাতা হতো
আবার হিসেব মিলাতাম
কিন্তু এও কি সম্ভব।
আবার যদি ভুল হয়
পাটিগণিতের সোজা এক যোগফল।
দুর বিজনে
সমান্তরাল যদি মিলিত হয়
কখনো।
আবার নতুন খাতা খুলব
হিসেব কষব পাকাঁ হাতে
আর যেন ভুল
না হয়
জীবণের অংক
এই জীবণে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।