আমি নিজে অভদ্র কিন্তু অভদ্রতা আমি পছন্দ করিনা। বিক্ষত হৃদয়ের
রক্ত-রঙে দেয়াল জুড়ে আল্পনা,
সপ্ন পুষে সপ্ন-সুখে
নতুন কোন কারুকাজ
আবার জীবণ। ।
আবার আমার জীবণ পথে নতুন করে হাটা;
আবার আমার আকাশ কোণে নতুন আলো আশার-
তোমায় ফিরে পাবার। ।
তোমায় আবার নতুন করে নতুন কারো মাঝে,
নতুন সুখে বিকেলগুলো গড়াবে মায়াবী সাঁঝে।
আমার ঘরে একলা আকাশ
এক চিলতে হাসে-
জানালা ফাকে;
চারপাশের দেয়ালগুলো
স্বপ্ন-রঙে রাঙে-
প্রেমের পূর্বাভাসে। ।
হাসল যারা শব্দ শুনে আমার আবার চলা;
শুনবে তারা স্তব্ধ হয়ে নতুন কিছু হবার।
আমার হাতে।
।
এই পথে আজ আমার সাথে নতুন কিছু নাই;
বিশ্বাসে বুকে পুষে একটি মাত্র গান-
কখনো কিছুটা পথহারা হলে
পাবে তুমি-
নতুনের আহ্বান। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।