আমাদের কথা খুঁজে নিন

   

ঝিনাইদহে জঙ্গি আতঙ্ক : হিযবুত তওহীদের পোস্টারে ছেয়ে গেছে শহর : বিলি করা হচ্ছে প্রচারপত্র

সাংবাদিক, শিক্ষক

ঝিনাইদহে ফের জঙ্গি আতঙ্ক দেখা দিয়েছে। সম্প্রতি কোনো জঙ্গি সংগঠনের অপতৎপরতা না থাকলেও হিযবুত তওহীদ নামে একটি সংগঠন আগ্রাসী মনোভাবের পোস্টারে ছেয়ে দিয়েছে গোটা জেলা ও উপজেলা শহরগুলো। সেখানে তাদের ভাষায় ‘বিশ্বের দেশে দেশে ইহুদি-খ্রিষ্টান সভ্যতা নির্মমভাবে মানুষ হত্যা করে চলেছে উল্লেখ করে তাদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে। দাজ্জালের আবির্ভাব হয়েছে উল্লেখ করে ইসলাম বিরোধীদের রুখে দেয়ার আহবান জানানো হয় পোস্টারে। এছাড়া উপজেলা শহরগুলোতে এ সংক্রান্ত ৩/৪ পৃষ্ঠার প্রচারপত্র বিতরণ করা হচ্ছে।

এর মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইসলামধর্ম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে অনেকে জানিয়েছে। ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় বিশেষ করে কালীগঞ্জ মেন বাসস্ট্যান্ড, বাস টার্মিনালসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গভীর রাতে দেয়ালে হিযবুত তওহীদের নামে পোস্টার লাগানো হয়েছে। এছাড়া ঝিনাইদহ জেলা শহরে থানা রোড পায়রাচত্বরের দেয়ালগুলো পোস্টারে ছেয়ে গেছে। মহেশপুর উপজেলার বাসস্ট্যান্ড জলিলপুর সড়কে পোস্টার লাগানো হয়েছে। উল্লেখ্য, ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা আবুল কালাম আজাদ ওরফে বুলবুলসহ বেশ কিছু জঙ্গি ছিলো।

যারা বর্তমানে বিভিন্ন মামলায় জেলহাজতে রয়েছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর অনুসারীরাও রয়েছে। জেলায় বোমা হামলাসহ বিভিন্ন জঙ্গি তৎপরতায় এদের বিরুদ্ধে অভিযান চলায় সম্প্রতি সংগঠনগুলো ছদ্মবেশ ধারণ করেছে বলে অনেকে বলছে। নতুন করে গত ৪/৫ দিন ধরে হিযবুত তাওহীদের নামে এ ধরণের জঙ্গবাদি আগ্রাসী পোস্টার ও প্রচারপত্র বিতরণে আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এ ব্যাপারে পুলিশ সুপার রেজাউল করিম জানান, ঝিনাইদহে জঙ্গি নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.