আউলা মাথার বাউলা পোলা। মেয়ের উচ্চতা আমাদের দেশে একটা গুরুত্বপূর্ন ব্যাপার। কি বিয়ের পাত্রী খোঁজার সময়, কি বান্ধবী খোঁজার সময় সবারই প্রথম নজর থাকে মেয়ের উচ্চতার দিকে।
এ নিয়ে কত কথা, কত ঘটনা, কত গল্প, কত তামাশা। থাক সে সব আর নাই বলি।
মেয়ে মানুষ বেশি লম্বা হওয়াও ঠিক না। খাম্বা খাম্বা দেখায়। মিডিয়াম ই ভাল। আপাতত চলেন পৃথিবীর সবচেয়ে লম্বা ১০ জন মেয়েদের ছবি দেখাই। এদের কাছে কিন্তু আপনার উচ্চতাও কিছুই না।
পাশে দাঁড়ালে বাচ্চা বাচ্চা লাগবে।
------------------------------------------------
১০. দশ নম্বরেই আছে এক টিনএজার মেয়ে। ১৭ বছর বয়সের এলিসানি দা ক্রুজ এ সিলভা নামের এই মেয়ের বাড়ি ব্রাজিলে। সে দুনিয়ার সবচেয়ে লম্বা টিনএজার। এই মেয়ের বয় ফ্রেন্ডের উচ্চতা কিন্তু তার থেকে অনেক কম।
------------------------------------------------
৯. রিটা মিনিভিয়া আছেন নয় নম্বরে। ৬ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘের অধিকারী রিটার দেশ জাম্বিয়া। তবে তিনি বাস করেন আমেরিকাতে।
------------------------------------------------
৮. এর পরের স্থান জার্মানির ক্যারোলাইন ওয়েলজ এর। মাত্র ২০ বছর বয়স্কা ক্যারোলাইন ৬ ফুট ৯ ইঞ্চি উচ্চতা নিয়ে আট নম্বর পজিশনে আছেন।
উল্লেখ্য ইনি একজন মডেল।
------------------------------------------------
৭. সাতে রয়েছেন থাইল্যান্ড এর মালি ডুয়াংডি। ইনার উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি এবং তিনি এশিয়ার দ্বিতীয় উচ্চতম নারী।
------------------------------------------------
৬. ছয় নম্বরে আছেন একজন ভারতীয় মহিলা। ৬ ফুট ১১ ইঞ্চির এই মহিলার নাম গীতিকা শ্রিবাস্তব।
ইনি ভারতের সবচেয়ে লম্বা মহিলা এবং এক কালে বাস্কেটবল খেলতেন।
------------------------------------------------
৫. উলজানা সেমজোনোভা বিশ্ব রেকর্ডে পঞ্চম এবং তার উচ্চতা ৭ ফুট। সত্তর আশির দিকে এই মহিলা বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। ইনি লাটভিয়ার অধিবাসী।
------------------------------------------------
৪. পাকিস্তানের যয়নব বিবি ৭ ফুট ২ ইঞ্চি উচ্চতা নিয়ে চতুর্থ অবস্থানে আছেন।
বর্তমানে ইনি ব্রিটেনে বাস করেন।
------------------------------------------------
৩. পোলিশ মহিলা মালগোরযাটা ডাইডেক আছেন তিন নম্বরে। এই মহিলা আমেরিকায় বাস্কেটবল খেলেন। ইনার উচ্চতাও ৭ ফুট ২ ইঞ্চি।
------------------------------------------------
২. রেকর্ডে দ্বিতীয় অবস্থান যার , তার নাম স্যান্ডি অ্যালেন।
এই মহিলা ১৯৭৬ সালে তার অস্বাভাবিক উচ্চতার জন্য আলোচনায় উঠে আসেন। ২০০৮ সালে তার মৃত্যু হয়।
------------------------------------------------
১. চীনের ইয়াও ডিফেন ৭ ফুট ৮ ইঞ্চি উচ্চতা নিয়ে বর্তমানে বিশ্বের সবথেকে লম্বা মহিলা। ইনি এখনও জীবিত। পিটুইটারি গ্ল্যান্ড এ টিউমারই তার এই অস্বাভাবিক উচ্চতার কারন।
------------------------------------------------
শেষ কথাঃ কি কেমন লাগল লম্বা লম্বা সব মেয়েদের দেখে? মাথা ঘুইরা গেছে, তাইনা?
দেইখেন আবার পইড়া যাইয়েন না। আমার কাছে কইলাম ওষুধ নাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।