আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ ক্রিকেটঃ কোন দলের জার্সি আপনার পছন্দ?



বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচের মাধ্যমে এবারের বিশ্বকাপের ১৪টি দলই ইতিমধ্যে মাঠে নেমেছে। রঙিন, জমকালো সব ভেন্যুতে রঙিন ক্রিকেট। তো এই রঙিন ক্রিকেট উৎসবে আপনার সবচে পছন্দের জার্সি কোন দলের? আমার পছন্দটা বলিঃ ১। নেদারল্যান্ড (ডাচদের কমলা রঙের আমি খুবই ভক্ত; এমনকি তাদের ফুটবলের জার্সিটাও আমার পছন্দের) ২। ই্ংল্যান্ড (লাল-গাঢ় নীলে ভালই লাগছে) ৩।

নিউজিল্যান্ড (এদের কালো জার্সিটা অনেক আগে থেকেই পছন্দ) ৪। ইন্ডিয়া (ইন্ডিয়ার জার্সি আমার কোন সময়ই ভাল লাগেনি; তবে গত কয়েক বছর ধরে এরা যে ব্লু জার্সিটা পড়ছে তা মোটেই খারাপ না) ৫। অস্ট্রেলিয়া (হলুদ রঙ যেন অজিদের ট্রেডমার্ক) ৬। সাউথ আফ্রিকা (এরা বেশিরভাগ সময় কলার ছাড়া জার্সি পড়ে; তবে এবারে কলারসহ সবুজের সাথে হলুদ রঙের হাতা--খারাপ না) ৭। শ্রীলংকা (নীল হলুদে খারাপ না) ৮।

পাকিস্তান (হলুদ মার্কার কলমের কালির মত এক ধরনের জার্সি এরা পড়ত; খুবই বাজে লাগত আমার কাছে। এবারের টা মোটামুটি) ৯। ওয়েস্ট ইন্ডিজ (বিশ্বকাপের আগে যে জার্সিটা পড়ত সেটাই মনে হয় ভাল ছিল) ১০। জিম্বাবুয়ে (রক্তলাল; কানাডার কাছাকছি) ১১। কানাডা (লাল রঙ খারাপ না) ১২।

আয়ারল্যান্ড (বাংলাদেশের মতই সবুজ তবে এতে লালের বদলে কাল রঙ) ১৩। কেনিয়া (এই ব্যাটারা এইবার বাংলাদেশের মত জার্সি বানাইছে; যাতে বাংলাদেশের মত খেলা যায়)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.