আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী..
হাসান হাইকু লেখে শুনেছিলাম। পড়া হয়নি। শুনেছিলাম একটা কি পুরস্কারও পেয়েছিল ইংরেজিতে হাইকু লিখে। তবু্ও পড়া হয়নি। কারণ, হাসান কখনো পড়ায়নি।
এবার বইমেলা শুরুর ক'দিন আগে ওর ফোন- হাইকুগুলো নিয়ে একটা বই বের করতে চাইছে। বই প্রকাশের সামান্য যেটুকু অভিজ্ঞতা ছিল, জানালাম এসময়টায় প্রকাশক, ছাপাখানা এসব পেতে বেশ একটা ঝামেলা হ্ওয়ার কথা। এর বেশি কাজে আসতে পারলামনা। ক'দিন পর আবার ফোন-সব মোটামুটি ম্যানেজ করে ফেলেছে। বাহ! করিৎকর্মা ছেলে।
কিন্তু দ্বিধা গেলনা - কেমন হবে কে জানে!
আজ বইমেলায় বইটা হাতে নিয়েই মনটা ভালো হয়ে গেল। একটু অপরাধবোধও হ'ল- কাজটায় তেমন কোনো দরকারে আসতে পারিনি ব'লে। চমৎকার ইলাস্ট্রেশনে ভরা, অভিনব আকার আর ফর্মেটের বইটা সত্যি বলতে স্টলের শ্রী বাড়িয়ে দিয়েছে রীতিমতো। এবারের মেলায় এরচেয়ে চমৎকার দেখতে প্রকাশনা আর ক'টা আছে ? ভেতরের সহজবোধ্য, চিত্ররুপময় হাইকুগুলো্ও একনাগাড়ে পড়ে ফেলার মতো। তাই সামু'র পাঠকদের সঙ্গে ভালোলাগাটুকু ভাগাভাগি করে নিলাম।
আর হাসান কে বলছি- এগিয়ে যা্ও বন্ধু! * SPRING MOON নামের বইটা পা্ওয়া যাচ্ছে 'জনান্তিক' এ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।