Now I am studying in Open University.
আমি মুগ্ধ তার রুপে
আসবে কবে সেই সুপ্তি
তার পর আমি আর জাগব না,
ভীষণাগ্রহে যখন বিকাল হতে দেখি
ভুলে যাই সব যাতনা।
লুকিয়ে যেতে বড় ইচেছ জাগে
শুকিয়ে যাওয়ার ফুলের পাপড়ির ভাজে,
পাখির গানে ;ভোরের শিশির নাচে
আর কী পাব ;এমন দেশ খুঁজে!
নৌকা ভাসে আপর মনে নদীর বুকে,
সারি সারি পাল তোলে
শান্ত নদীর ছোট ছোট ঢেউ
আছড়ে পড়ে কূলে।
সবুজে ঘেরা আমার প্রিয় দেশ
মুগ্ধ তার রুপ দেখে,
বার বার চোখের জলে ভিজে দু' চোখ
বিদায় জানাব তার মায়া বুকে রেখে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।