আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি আমাদের থেকে জামাতিরা নেটোয়ার্কিং এ শক্তিশালী।
আমরা হয়তো ওদের থেকে জনসংখ্যায় বেশী, কিন্তু ওদের নেটওয়ার্ক বড়।
ফেসবুকে ওদের একটা পেজ আছে, বাঁশের কেল্লা এতে লাইক পরেছে ১ লাখের ও বেশী। এক একটা পোষ্টের শেয়ার সংখ্যা দেখলে ভিরমী খেয়ে যাবেন। কম হলেও ১০০০ হবে।
আর পোষ্টের ধরন দেখলে তো পুরাই মাথা খারাপ। মানুষকে যে কিভাবে মগজ ধোলাই দিয়ে নিজেদের কার্য সিদ্ধি করে যাচ্ছে না দেখলে বুঝবেন না। যদি পারেন এই পেইজের নামে ফেসবুকের কাছে রিপোর্ট করুন।
আবার,
আমাদের মধ্যে কেউ একজন হোয়াই হাউজের কাছে যুদ্ধপরাধীদের শাস্তির জন্য সাহায্য চেয়ে একটা পিটিশন খুলেছিলেন প্রথম দিকে। এখনো ২২হাজার সাইন পড়ে নি।
কিন্তু ওরা হোয়াইট হাইজের কাছে ট্রাইবুনালের বিচার চেয়ে একটা পিটিশন খুলেছে। তাতে ২২ হাজার এর উপর সাইন পড়েছে।
আমি ওদের সব প্রতিষ্ঠান এর লিষ্ট দেখলাম। দেখে নিজেই তো ভিরমী খেয়ে গেছি। কম করে হলেও ১৭০টা এর উপরে হবে।
আর এদের মধ্যে অনেকগুলাই নামকরা প্রতিষ্ঠান।
তাই,
আমাদের আরো এক্টিভ হতে হবে। মানুষ মারার এই রাজনীতি বন্ধ করে দিতেই হবে। বাংলাদেশকে বাঁচাতে হবে।
জয় বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।